দৈনিক বিদ্যালয়ের কবিতার আসর

কবিতা

“বিধ্বস্ত পৃথিবী”
মােঃ কাওসার আলী,
ইনস্ট্রাক্টর (চারু ও কারুকলা), ঝিনাইদহ পিটি আই

অগ্নিবানে জ্যোতিরময় পৃথিবী
পুড়ে নিস্তেজ কালাে পাহাড়।
জলন্ত এ্যাটনের রাশি রাশি আলাে
ঘুমন্ত শিশুর মৃত্যুর পরানা নিয়ে
আঙিনায় গাছ ছায়ায়।
রাবণের স্বর্গের সিঁড়ি টর্ণেডাের
আঘাতে রাস্তার সাদা পাউডার।
সুশীতল বাতাসে হাইড্রোজেন
বােমার ছড়াছড়ি।
শান্তির শুভ্র কাগজে বিষধর
সর্পের ছােবল বিষদন্তের দাগ।
সাদা কপােতের লাল পায়ে
নিষ্পাপ মানুষের কালাে চিঠি
সভ্যতার চাকা আবিষ্কারের বুকে
বুমেরাং হয়ে ছুড়ে আসছে।
বুশম্যানদের শানিত চক্র
জাগ্রত ব্যাবিলন সদা সচকিত
হাইড্রোজেন বােমার ঝলকানিতে।

“দুঃসহ বহ্নি”
মােঃ রােকনুজ্জামান (ফারুক)
শিক্ষক,যতীন্দ্রনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়।

এ কোন দুঃসহ বহ্নি আবরিল মােরে
শান্ত হৃদে দুর্ণমিত ঝঞা ভষ্মিয়ে যায় ক্ষণে
যে বহ্নি ভষ্মে মােরে
যে ৰহ্নি কেন নেত্রে আসে না রে?
দমকিয়ে যাও প্রবলা তুমি
পিঞ্জর পর দিয়ে।
দন্ধিয়ে যাও চুরুটের ন্যায়
মম হিয়া টারে।
তুরাবেগে সন্ধানে তুমি
আমি সুজনেরে,
বিশ্বের মাঝে নিঃস্ব করবে
আজ বুঝি তারে।
বজ্র নিনাদ ধ্বনিতে তােমার
শঙ্কিয়ে যায় পিঞ্জর,
ঝলসিয়ে যায়, সন্তপ্ত হয়
সুজলা হৃদ প্রান্তর।
কি এত সুখ পাও, রণ নিনাদ বাজাও
কম্পিত হয় রণ প্রান্তর যাতে।
এখনি ঝরিবে খুন, বিধিবে বর্শা
বিধিবে তম সুজনের জরা বক্ষে।
বিটাইও না আর খুন, বর্ষিও না আর আগুন
এখনি নামাও ধারা, বিধ্বস্ত এই প্রান্তে।
নইলে ডাকিবে ঝিঝি, আসিবে মুন্সি,
লুপ্ত নীল স্বর্গ বাসনার জোয়ার ভাসবে রক্তে।

“হঠাৎ দেখা”
অরুন চন্দ্র শিকদার,
রােল-৫১, ২য় শিফট, সাতক্ষীরা পিটিআই, ২০০৯-১০

সন্ধ্যা সবিতার আধ আলাে ছায়ায় পথ পানে
ক্ষণদৃষ্টি মৃদু হাসি তার সনে।
সে থেকে উদিত তরুণ ধীরে ধীরে ছড়ায় ধরণীর অঙ্গে
সবুজ ঘাসের উপর শিশির মুক্তা ঝলমল করে।
স্লিগ্ধ চাঁদের আলােয় ছােট ঢেউয়ে তরী বাওয়া
তন্দ্রা নয়নে অবিরাম স্বপ্ন আসা যাওয়া।
ফাগুনে বৃক্ষ শাখে গানের পাখির কুহুতান
অভিমানী শিমুল, পলাশ মালিকা বিথার
চৈতী হাওয়ার ঝলসানাে হৃদয় মন্দিরে বাজে গান।
স্বপ্ন ভাঙ্গা আনমনা হয়ে বসে থাকা একা
কবে কোথায় কেন তার সনে দেখা।
হঠাৎ নিরাশার দুয়ার খােলা বিহঙ্গ
তুমি শুধু একা নও আমিও আছি থাকবাে সঙ্গে।
আমি নই শুধু, তুমিও আমার আঁখি পল্লবে।

READ MORE  নাজরিন আখতার এর কবিতা

(ডি বি আর আর)

(প্রিয় কবি, লেখক, সাহিত্যিক আপনার লেখা কবিতা, গান, গল্প, প্রবন্ধ, মতামত এবং শিক্ষা বিষয়ক যে কোন কিছু; যা প্রকাশযোগ্য তা পাঠাতে পারেন ‘দৈনিক বিদ্যালয়’ শিক্ষা বিষয়ক অনলাইন পোর্টালে। দৈনিক বিদ্যালয়ের ইমেইল ঠিকানা [email protected])

আরো পড়ুনঃ একজন শিক্ষিকার সন্তান ছিলেন এন্ড্রু কিশোর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *