গণ পরিবহনে চলাচল ও ভাড়া সম্পর্কিত জরুরী বিজ্ঞপ্তি

প্রজ্ঞাপন বিবিধ

৬০ শতাংশ বর্ধিত ভাড়া কমিয়ে করোনা পূর্বকালীন সময়ের মত ভাড়া নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে আজ এক গণ বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (BRTA).

নিম্নে গণ বিজ্ঞপ্তিটি নিম্নে তুলে ধরা হলঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ),বি আর টি এ ভবন, নতুন বিমানবন্দ সড়ক, বনানী, ঢাকা- ১২১২ www.brta.gov.bd স্বারক নং
-৩৭.০৩.০০০০.০০২.০৬.০০১৯-২১৩১৮ তারিখঃ ২৯-০৮-২০২০।

বিষয়ঃ গণপরিবহনে পুর্বের ভাড়ায় যত সিট তত যাত্রী পরিবহন সংক্রান্ত।

সূত্রঃ ১। মন্ত্রিপরিষদ বিভাগের স্মারক নং-
০৪,০৫,০০০.৫১৪ ১৬.০০৩,২০, ১৫, তারিখ ২৭-০৮-২০০ খ্রি.। ২। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের স্মারক নং-৩৫ – ৩০০০.০২০.২৬,০০৫.১৬-৩৩৪, তারিখঃ ২৯-০৮-২০২০খ্রিঃ।

উপযুক্ত বিষয় ও সূত্রোক্ত স্বারকদ্বয়ের প্রেক্ষিতে জানানাে যাচ্ছে যে, নিম্নোক্ত শর্তাদি প্রতিপালন সাপেক্ষে ‘যত সিট তত যাত্রী’ নিয়ে পূর্বের ভাড়ায় আগামী ১ সেপ্টেম্বর, ২০১০ হতে গণপরিবহন চলাচলের জন্য সরকার অনুমোদন দিয়েছে। আসন সংখ্যা অতিরিক্ত কোনাে যাত্রী পরিবহন করা যাবে না। গণপরিবহনের যাত্রী, চালক, সুপারভাইজার, কন্ডাক্টর, হেল্পার এবং টিকিট বিক্রয় কেন্দ্রের দায়িত্বে নিয়ােজিত ব্যক্তিগণের মাস্ক পরিধান/ব্যবহার নিশ্চিত করতে হবে এবং তাদের হাত ধোয়ার জন্য পর্যান্ত সাবান-পানি হ্যান্ড সেনিটাইজারের ব্যবস্থা রাতে হবেঃ

যাত্রার শুরু ও শেষে যানবাহন পরিষ্কার পরিচ্ছন্ন সহ জীবাণুনাশক দিয়ে জীবাণু মুক্ত করতে হবে। এছাড়াও যানবাহনের
মালিকগণকে যাত্রীণের হাতব্যাগ, মালপত্র জীবাণুনাশক ছিটিয়ে জীবাণুমুক্ত করার ব্যবস্থা করতে হবে।

এবং গণ পরিবহনে স্বাস্থ্যবিধি সংক্রান্ত অন্যান্য প্রয়ােজনীয় বিষয়াদি মেনে চলতে হবে।

এমতাবস্থায় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ও আসনের অতিরিক্ত যাত্রী পরিবহন রােধে বর্ণিত শর্তাদির আলােকে অন্যান্য পদক্ষেপ গ্রহণের জন্য অনুল্লেখ করা হলাে।

(নুর মােহাম্মদ মজুমদার)
চেয়ারম্যান, টেলিফোন- ৫৫০৪০৭৩১
বিতরণ কার্যার্থে।
১। মেলা প্রশাসক (সকল)।
২। পুলিশ সুপার (সকল)।

অনুলিপি
১। মাননীয় মন্ত্রীর একান্ত সচিব, সড়ক পরিবহন ও সেতু মশালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
১। সচিব এর একান্ত সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
৩। উপপরিচালক (ইঞ্জিঃ), বিআরটিএ, (সকল)।
৪। সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার), বিআরটিএ, সার্কেল (সকল)।

READ MORE  এবার টিকা নেওয়া ছাড়া বাইরে বের হওয়া যাবে না : লকডাউন উঠে যাচ্ছে

(জেলা প্রশাসনের মােবাইল কোর্ট পরিচালনায় সহযােগিতা করণের অনুরােধ সহ)

এ বিষয়ে গত শনিবার নিজ বাসভবন থেকে সড়ক ও জনপথ বিভাগের ঢাকা জোন কর্মকর্তাদের সাথে ভিডিও মিটিং এ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, শর্ত সাপেক্ষে অতিরিক্ত ভাড়া প্রত্যাহার করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে গণ পরিবহনের আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শিক্ষা বিষয়ক সকল খবর পেতে ‘দৈনিক বিদ্যালয়’ বিদ্যালয় পত্রিকায় নিয়মিত ফলো করুন।

*দৈনিক বিদ্যালয়* শিক্ষক, ছাত্র, অভিভাবক সহ সর্বোপরি সকল ধরনের বিদ্যালয় সম্পর্কিত সকল খবর প্রকাশ করে থাকে। যথাঃ বেতনের খবর, টাইম স্কেল, সিলেকশন গ্রেড, ছুটির খবর, নিয়োগ, পরিপত্র, প্রজ্ঞাপন ইত্যাদি।

দৈনিক বিদ্যালয় আপনার লেখা ও নিউজ পাঠাতে এই ঠিকানায় ইমেইল করুনঃ dainikbidyaloy@gmail.চম

আরো পড়ুনঃ ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা : পরিপত্র জারি

ভ্যাক্সিন সম্পর্কে জানা অজানা : ভ্যাক্সিন তৈরির ধাপ সমুহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *