সংবাদ সম্মেলনে আসছে শিক্ষামন্ত্রী : ছুটি বাড়তে পারে

বিবিধ

করোনা অতিমারীর কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি বৃদ্ধি হচ্ছে কিনা, স্থগিত থাকা উচ্চমাধ্যমিক পরীক্ষা এবং করোনাকালীন সময়ের শিক্ষা ব্যবস্থা নিয়ে সামগ্রিক আলোচনা করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার কাছ থেকে জানাগেছে, আগামী ৩০ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী এক সংবাদ সম্মেলনে দেশের করোনার সার্বিক পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর ঘোষণা দিতে পারেন। আছে এইচএসসি পরীক্ষা নিয়ে করণীয় কী হতে পারে সে বিষয়েও শিক্ষামন্ত্রীর ঘোষণা থেকে জানা যাবে।

এছাড়া করোনাকালীন শিক্ষা ব্যবস্থা বিষয়ে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে কথা বলেবেন বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।

উল্লেখ্য, মহামারির এ পর্যন্ত তিন দফা ছুটি বাড়িয়েছে ০৩ অক্টোবর পর্যন্ত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। এবার সেই ছুটি চতুর্থবারের মতো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। প্রাথমিকভাবে ১৫ অক্টোবর পর্যন্ত ছুটি বাড়াতে পারে বলে জানা গেছে। তবে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এই ছুটি পুরো অক্টোবর মাস জুড়েই বলবত থাকতে পারে। অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে এই ছুটি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ছে।

সবশেষ কী হবে, কবে বিদ্যালয় খুলবে, এসএসসি, এইসএসসি পরীক্ষা কবে হবে? এবিষয়ে সুবিস্তার জানা যেতে পারে শিক্ষা মন্ত্রীর ৩০ সেপ্টেম্বরের আশু সংবাদ সম্মেলন থেকে।

READ MORE  প্যারিসিয়ানের গোলে পিএসজিকে হারিয়ে চ্যাম্পিয়ন 'অপরাজেয়' বায়ার্ন মিউনিখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *