সরকারী বেসরকারী কলেজ সমুহের জন্য নয়টি জরুরী নির্দেশনা জারি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে আজ সরকারী ও বেসরকারী কলেজ সমুহের জন্য এক জরুরী নির্দেশনা জারি করা হয়েছে।

যার বিষয় হলঃ করোনা প্রাদুর্ভাবের কারণে বন্ধ সরকারি ও বেসরকারি কলেজসমূহে নিরাপত্তা নিশ্চিতকরণসহ সরকারি নির্দেশনা বাস্তবায়ন।

এতে বলে হয়েছে, উপযুক্ত বিষয়ের আলােকে জানানাে যাচ্ছে যে, বিশ্বব্যাপী নােভেল করােনাভাইরাসের প্রাদুর্ভাবের কারনে শিক্ষা মন্ত্রনালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বিগত ১৮ মার্চ, ২০২০ থেকে অদ্যাবধি দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকার ফলে কলেজ ক্যাম্পাসগুলােতে নিরাপত্তা বজায় রাখাসহ কলেজের সকল সরকারি সম্পদ ও সরঞ্জামের সুরক্ষা নিশ্চিত করার ব্যাপারে প্রতিষ্ঠান প্রধানগণকে সচেষ্ট থাকতে হবে।

দীর্ঘদিন কার্যক্রম বন্ধ থাকা কলেজ ক্যাম্পাসে নিরাপত্তা এবং সম্পদ সুরক্ষা সহ সরকারি নির্দেশনা বাস্তবায়নে নিম্নবর্ণিত পদক্ষেপসমূহ জরুরীভিত্তিতে নেয়ার জন্য প্রতিষ্ঠান প্রধানগণকে বিশেষভাবে অনুরােধ জানানাে হলাে-

১. অনলাইন ক্লাস কার্যক্রম চালু রাখতে হবে এবং আঞ্চলিক পরিচালককে ক্লাস গ্রহনের তথ্য প্রদান করতে হবে।
২. প্রতিষ্ঠানে ভিজিল্যান্স টিম গঠন করতে হবে এবং প্রতিষ্ঠান প্রধানের কাছে নিয়মিত পরিদর্শন প্রতিবেদন দাখিল করতে হবে।
৩. শিক্ষার্থীদের অনলাইনে ক্লাসে অংশগ্রহণ মনিটরিং এবং অভিভাবকের সঙ্গে সংযােগ সাধন করতে হবে।
৪. শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করতে হবে।
৫. কলেজ ক্যাম্পাসে বিনা প্রয়ােজনে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করতে হবে।
৬. কলেজের বিজ্ঞানাগার ল্যাব, আইসিটি ল্যাব, লাইব্রেরিসহ সার্বিক সরকারি সম্পত্তি ও নথি রক্ষার জন্য প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে।
৭. ছাত্রাবাসসমূহ বন্ধ রাখতে হবে এবং ছাত্রাবাসের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৮. প্রতিষ্ঠানের মূল ফটকসহ সকল প্রবেশপথে সার্বক্ষণিক প্রহরী নিয়ােজিত রাখতে হবে এবং
৯. স্থানীয় প্রশাসনের সহযােগিতায় ক্যাম্পাসে পুলিশ টহল জোরদার করতে হবে।

এমতাবস্থায়, সরকারি ও বেসরকারি সকল কলেজের প্রতিষ্ঠান প্রধানকে বর্তমানে কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে বন্ধ সরকারি ও বেসরকারি
কলেজে সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।

READ MORE  এইচএসসি রেজাল্ট প্রকাশ : রেজাল্ট দেখুন এখানে

অত্র বিজ্ঞপ্তিটি প্রফেসর ড. শাহ মােঃ আমির আলী, উপ-পরিচালক (কলেজ-১), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক স্বাক্ষরিত। © dainikbidyaloy.com

শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন থেকে যে আটটি বিষয় জানা যাবে

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা, এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত শিগগিরই : শিক্ষামন্ত্রী

সংবাদ সম্মেলনে আসছে শিক্ষামন্ত্রী : ছুটি বাড়তে পারে

Leave a Comment