করোনার কারণে কোন নির্বাচন পেছাবে না, পৌরসভা নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা

বিবিধ

করোনার কারণে অনেক কিছু পিছিয়ে গেলেও পিছাবে না দেশের কোন নির্বাচন। আজ নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে নির্বাচন কমিশন সিনিয়র সচিব মো. আলমগীর বলেন, করোনা ভাইরাসের কারণে কোনো নির্বাচন পেছাবে না। যখনই যে নির্বাচন সামনে আসবে তখনই তার আয়োজন করা হবে। করোনা ভাইরাসের কারণে পৌরসভা নির্বাচনও পেছানো হবে না বলে তিনি জানান। তিনি বলেন, নীতিগতভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং আগামী নভেম্বর-ডিসেম্বর মাসের দিকে এই নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে।

তিনি বলেন, নির্বাচন কমিশনের নীতিগত সিদ্ধান্ত হচ্ছে করোনার কারণে কোন নির্বাচন পেছানো হবে না। যখন যেই নির্বাচন সামনে চলে আসবে, সেগুলো আগে করা হবে।

পৌরসভা নির্বাচনের বিষয়ে তিনি বলেন, আমাদের প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে তফসিল ঘোষণা করা হতে পারে এবং ভোট জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে হতে পারে। এর আগে বা পরেও হতে পারে। তিনি আরও বলেন, করোনার কারণে এবার শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা কম। এইচএসসি পরীক্ষা হবে না। সবদিক বিবেচনা করে নির্বাচনের দিন তারিখ নির্ধারণ করা হবে।

ডিবি আর আর

READ MORE  স্কুল কলেজ খোলার জন্য যারা উস্কানি দিচ্ছে তারা দেশের শত্রু : আমু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *