নামাজরত অবস্থায় মাকে কুপিয়ে হত্যা করল ছেলে

বিবিধ

চৌদ্দগ্রাম উপজেলায় নিজের জন্মদাতা মাকে নামাজরত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে ছেলে। এ ঘটনায় পুলিশ অভিযুক্তকে আটক করেছে।

ঘটনার বিবরণে জানা যায়, হন্তারক ছেলের নাম মো. আবু বকর। সে তার মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে। তার মায়ের নাম খায়রুন নেসা। ছেলে পিলখানার বিডিয়ার বিদ্রোহের সাজাভোগী আসামী।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের এস আই শুভ রঞ্জন চাকমা এলাকাবাসীর থেকে পাওয়া তথ্যসূত্রে বলেন, আবু বকর সাবেক বিডিআর সদস্য। সে পিলখানা বিদ্রোহের সাজাভোগী আসামী। সাম্প্রতিক তার স্ত্রী একমাত্র কন্যাকে নিয়ে বাপের বাড়ি চলে যায়। এর আগে থেকে সে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়তে থাকে।

রোববার দুপুরে সে তার মাকে যোহরের নামাজরত অবস্থায় কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে এলাকাবাসি তাকে গণ ধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এছাড়া পুলিশ তার মাকে থানায় নিয়ে এসে মর্গে প্রেরণ করেছে। সোমবার মা হত্যায় অভিযুক্ত আবু বকরকে আদালতে সোপর্দ করা হবে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।

করোনার কারণে কোন নির্বাচন পেছাবে না, পৌরসভা নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা

এখন থেকে প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তি টাকা যেভাবে আসবে

READ MORE  প্রসঙ্গ : ০৯.০৩.১৪ থেকে শিক্ষকদের টাইমস্কেল জটিলতা নিরসন

Follow Our Twitter: CLICK HARE



Join telegram Channel : CLICK HARE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *