প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষক-কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণ

চাকুরীর বিধান

দৈনিক বিদ্যালয়ঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে গত ২১ সেপ্টেম্বর তারিখে চাকুরী স্থায়ী করণের বিষয়ে এক পরিপত্র জারি করা হয়, যাতে বলা হয় ইদানিং লক্ষ্য রা যাচ্ছে যে, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকগণের চাকুরি স্থায়ীক্ষণ, নিয়মিতকরণ ও পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম সময়মতাে সম্পন্ন হচ্ছেনা। ফলে চাকুরিতে পেনশন ও পদোন্নতির ক্ষেত্রে বিভিন্ন ধরণের জটিলতা সৃষ্টি হচ্ছে।

যে জন্য ৩০ নভেম্বর, ২০২০ তারিখের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকগণের চাকুরি স্থায়ীকরণ, নিয়মিতণ ও পুলিশ ভেরিফিকেশন করার জন্য জোর গুরুত্বারোপ করা হয়েছে।

এমতাবস্থায় তোড়জোড় শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের চাকুরী স্থায়ী করণের বিষয়ে। এ বিষয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ কী কী লাগবে চাকুরি স্থায়ীকরণে, কোন প্রসেস মেইনটেইন করতে হবে, এগুলো নিয়ে বেশ চিন্তিত।

এ সকল প্রশ্নের উত্তর খুজতেই দৈনিক বিদ্যালয়, শিক্ষা বিষয়ক অনলাইন পত্রিকার আজকের এই আয়োজন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষক-কর্মচারীদের চাকুরী স্থায়ী করণে কী কী লাগবে তা নিম্নে তুলে ধরা হল।

প্রাথমিকের শিক্ষকদের চাকুরী স্থায়ীকরণে যে যে তথ্য লাগবে:

১. শিক্ষকের নাম ২. শিক্ষকের পদবী ৩. কর্মরত বিদ্যালয়ের নাম ৪. সহকারী শিক্ষক পদে যোগদানের তারিখ ৫. প্রধান শিক্ষক হলে ; প্রধান শিক্ষক পদে যোগদানের তারিখ ৬. জন্ম তারিখ (সার্টিফিকেট অনুসারে). ৭. সি-ইন-এড/ডিপিএড/বিএড পাশের তারিখ ৮. বিভাগীয় মামলা/ফৌজদারি মামলা আছে কিনা?

প্রাথমিকের শিক্ষকদের চাকুরী স্থায়ীকরণে যা যা জমা দিতে হবে:

১. চাকুরী স্থায়ীকরণের জন্য শিক্ষক কর্তৃক আবেদন বা দরখাস্ত।

২. সি-ইন-এড/ডিপিএড/বিএড পাসের সনদ পত্রের ফটোকপি।

৩. উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক সংশ্লিষ্ট শিক্ষকের চাকুরীর সন্তোষজনক প্রত্যয়ন।

৪. বিগত তিন বসরের এসিআর বা গোপনীয় প্রতিবেদন।

উল্লেখ্য:

১। পদ অনুয়ায়ী (প্রধান/সহকারী শিক্ষক) পৃথকভাবে কাগজপত্র প্রেরণ করতে হবে।

২। প্রধান শিক্ষকের জন্য ০৩ প্রস্থ করে কাগজপত্রাদি দাখিল করতে হবে মহাপরিচালক মহােদয়কে সম্বোধন পূর্বক চাকরি
স্থায়ীকরণের আবেদন।

READ MORE  রমজান মাসে সরকারি অফিসের সময়সুচি

[তথ্যসূত্রঃ শরীয়তপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস]

দৈনিক বিদ্যালয়ের চাকুরী বিষয়ক জিজ্ঞাসার উত্তর খুঁজে পেতে dainikbidyaloy.com লিখে গুগলে সার্চ দিন।

৯.৩.১৪ থেকে টাইমস্কেল পাবেন না প্রাথমিক শিক্ষকরা : পরিপত্র জারি

প্রাথমিক শিক্ষকদের পদন্নোতিতে বয়স ও পরীক্ষা পদ্ধতি থাকবে না : অচিরেই পদোন্নতি

টাইমস্কেল ও দশমগ্রেড প্রশ্নে প্রাথমিকের প্রধান শিক্ষকরা দু’ভাগে বিভক্ত

ডি.বি.আর.আর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *