সহকারী শিক্ষক পদে আবেদন করতে অন-লাইনে Application Form পূরণের নির্দেশনা

নিয়োগ

দৈনিক বিদ্যালয় ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে অনলাইন ফরম পুরণ করার জন্য যে নির্দেশনা প্রদান করা হয়েছে তা নিম্নে তুলে ধরা হল।

Application এর জন্য পূর্ব প্রস্তুতিঃ

# প্রার্থীর এসএসসি/সমমান, এইচএসসি/সমমান, উচ্চ ডিগ্রী সম্পর্কিত তথ্য।

# প্রার্থীর ছবি সাইজ (300 x 300 Pixel) এবং স্বাক্ষর সাইজ (30) x 80 Pixel)।

# প্রার্থীর ছবি রঙ্গিন (কালার ফটো) আবশ্যক।

ই Application Form পূরণ যােগ্য প্রার্থীগণঃ

http://dpe.teletalk.com.bd ওয়েব পোর্টালে প্রবেশ করে Application Form লিঙ্কে-এ Assistant Teacher Post সিলেক্ট করে Next বাটনে ক্লিক করে ভেরিফিকেশন পেজ-এ দৃশ্যমান নির্দেশনা অনুযায়ী তথ্য দিবেন।

প্রার্থীর প্রযােজ্য তথ্য দিয়ে সাবমিট বাটন-এ ক্লিক করলে যােগ্য প্রার্থীগণ আবেদন করার জন্য Application For পাবেন। প্রার্থীর বাছাই কার্যক্রম উপজেলা ভিত্তিক হবে। স্থায়ী ঠিকানায় উল্লিখিত উপজেলা অনুযায়ী মূল্যায়ন কার্যক্রম পরিচালিত হবে। Application Form পূরণে স্থায়ী ঠিকানার জেলা ও উপজেলা/থানা সর্তকতার সাথে নির্বাচন করতে হবে। নিয়ােগ প্রক্রিয়ার পরবর্তী পর্যায়ে স্থায়ী ঠিকানার স্বপক্ষে গ্রহণযােগ্য প্রমান দাখিল করতে হবে।

বিবাহিত নারী প্রাথী নিজের অথবা স্বামীর স্থায়ী ঠিকানায় আবেদন করতে পারবেন। Application ForII-এ প্রার্থীর কিছু তথ্য আগে থেকেই পূরণকৃত থাকবে যা পরিবর্তন যােগ্য না। এছাড়া অন্যান্য তথ্য প্রার্থী নিজেই পূরণ করবেন। প্রার্থীর বয়স ও শিক্ষাগত যােগ্যতা সহ অন্যান্য তথ্য থাকলে Application Form সাবমিট করে প্রিভিউ দেখতে পারবেন। প্রার্থীর প্রদত্ত তথ্য প্রিভিউ পেজ-এ ভুল অথবা অপর্যাপ্ত পরিলক্ষিত হলে সঠিক তথ্য দিয়ে পুনরায় নতুন আরেকটি Application Form পূরণ করবেন। পূরণকৃত Application Form সাবমিট করে প্রার্থী তা ডাউনলােড করে সংরক্ষণ করতে পারবেন। প্রার্থীর ডাউনলােডকৃত Applicant’s Copy-তে একটি ইউজার আইডি সরবরাহ করা হবে এবং আবেদনের জন্য ফি জমা প্রদানের প্রয়ােজনীয় নির্দেশনা থাকবে।

আবেদন ফি জমা দেয়ার পর প্রার্থীর আবেদনপত্র চূড়ান্তভাবে গৃহীত হবে। পরীক্ষার তারিখ, আসন বিন্যাস ও প্রবেশপত্র ডাউনলােড বিষয়ে যথাসময়ে Application Form-এ আপনার প্রদত্ত মােবাইল নাম্বারে এসএমএস এবং www.dpe.gov.bd অথবা http://dpe.teletalk.com.bd ওয়েব পাের্টাল এর মাধ্যমে জানানাে হবে।

READ MORE  লামার ধুইল্যাপাড়া বিদ্যালয়টি পাহাড়ে শিক্ষায় অবদান রাখলেও নেই পর্যাপ্ত শ্রেণীকক্ষ, শিক্ষকদের বেতন

Application Form পূরণে ধারাবাহিক স্তরঃ

# প্রার্থীর শিক্ষাগত যােগ্যতার ভেরিফিকেশন।

# সঠিক যােগ্যতা সম্পন্ন প্রার্থী Application Form পাবেন।

# Application Form-এ প্রয়ােজনীয় তথ্য পূরণ করে সাবমিট করলে পূরণকৃত তথ্যের প্রিভিউ দেখা যাবে। # প্রিভিউ দেখে সঠিক মনে হলে ফরমটি পরবর্তী ধাপে সাবমিট করলে ইউজার আইডি ও আবেদন ফি প্রদানের নির্দেশনাসহ একটি Applicant’s Copy পাওয়া যাবে।

Application এর ফি প্রদানঃ

# Applicant’s Copy -তে উল্লেখিত ইউজার আইডি ব্যবহার করে টেলিটকের প্রি-পেইড মােবাইল দিয়ে এসএমএস এর মাধ্যমে ফি প্রদান করতে হবে।

# ফি জমা দিতে টেলিটকের প্রি-পেইড নাম্বার থেকে এসএমএস করুন।

1st SMS: DPERuser ID & send to 16222.

2nd SMS: DPERyesPIN & send to 16222.

# ফি প্রদান প্রক্রিয়া সম্পন্ন হলে প্রার্থীর Application Form-এ প্রদত্ত মােবাইল নাম্বারে একটি কনফার্মেশন এসএমএস পাবে।

# কনফার্মেশন এসএমএস-এ প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রার্থী পুনরায় Applicant’s Copy ডাউনলােড করতে পারবেন।

হেল্প ট্যাবঃ

# প্রার্থী আবেদন সংক্রান্ত যেকোন তথ্য বা ফরম পূরণে সহায়তা প্রয়ােজন হলে এর হেল্প ট্যাব-এ ক্লিক করে আপনার নিকটস্থ কাস্টমার কেয়ার-এ যােগাযােগ করবেন। এছাড়া হেল্প ট্যাব-এ উল্লিখিত অন্যান্য হেল্প অপশন ব্যবহার করতে পারবেন।

Application ফি জমা ও অন-লাইনে চেক করার সুবিধাঃ

প্রার্থী নিজের ইউজার আইডি পেমেন্ট অপশন-এ সাবমিট করলে প্রার্থীর প্রয়ােজনীয় তথ্যসহ পেমেন্ট তথ্যাবলী দেখতে পারবেন।

ইউজার আইডি ও পাসওয়ার্ড পুনরুদ্ধারঃ

প্রার্থী নিজেই প্রয়ােজনীয় তথ্য সাবমিট করে ইউজার আইডি ও পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন।

বিশেষ সতর্কতাঃ

# শেষ দিনের জন্য অপেক্ষা না করে আজই আবেদনপত্র পূরণ সম্পন্ন করুন। শেষ দিনে প্রার্থীর স্থানীয় ইন্টারনেট ব্যান্ডউইথ এর সীমাবদ্ধতার কারণে আবেদন ফরম পূরণে সমস্যা দেখা দিতে পারে, তাই যথেষ্ট সময় হাতে রেখে আবেদন ফরম পূরণ করে দাখিল করুন।

এখান থেকে পূরণ করুন সহকারী শিক্ষক পদের আবেদন https://dpe.teletalk.com.bd/

READ MORE  প্রধান শিক্ষকদের টাইমস্কেল জটিলতা, সমাধান ও প্রাসঙ্গিক কিছু কথা

তথ্যসূত্র : টেলিটক

ফেসবুকে অধিদপ্তর থেকে জারি করা চিঠি সম্পর্কে মন্তব্য করায় শিক্ষক বরখাস্ত

মাধ্যমিক শিক্ষকদের বিএড যোগদান ও পদোন্নতি প্রসঙ্গে

শিগগিরই ভারতীয় ভিসা চালু হওয়ার আশ্বাস দিলেন হাইকমিশনার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *