চাঁদের সঙ্গে দেখা যাবে মঙ্গল গ্রহ

বিবিধ

দৈনিক বিদ্যালয় : করোনায় ২০২০ সনটি অনেকের ভাষায় অমঙ্গল, অলক্ষুণে হলেও জ্যোতির্বিদরা বলছে ভিন্ন কথা। এটি তাদের কাছে নাকি ‘সোনার’ বছর! তারা বলছে এবছরটিতে মহাকাশে ঘটছে একাধিক ঘটনা। আজও এমন একটি মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে, যে ঘটনার সাক্ষী হতে পারেন যে কেউ। আজ একসঙ্গে দেখা যাবে চাঁদ ও মঙ্গল গ্রহকে।

গতকাল রাতে ‘সোয়ান’ নামের একটি ধূমকেতুকে চাঁদের সঙ্গে দেখা গিয়েছে। আর আজ চাঁদের সঙ্গে দৃশ্যমান হবে লাল ‘মঙ্গল গ্রহ’। মহাকাশে গ্রহ দু’টিকে কাছাকাছি দেখা গেলেও মূলত চাঁদ ও মঙ্গলের মধ্যে অনেকটাই দূরত্ব থাকবে।

জানা গেছে, আজ পৃথিবী থেকে প্রায় ৩ লাখ ৯৮ হাজার কিলোমিটার দূরত্বে অবস্থান করবে চন্দ্র এবং মঙ্গল গ্রহটি চাঁদের দূরত্বের প্রায় ৪২৫ গুণ দূরে অবস্থান করবে। আর্থ স্কাইয়ের সূত্র মতে, সাম্প্রতিক সময়ে খুব উজ্জ্বল দেখাচ্ছে মঙ্গল গ্রহকে। এসময়ে রাতের আকাশে অষ্টতম উজ্জ্বল নক্ষত্র হচ্ছে মঙ্গল গ্রহ।

ডিবি-আরআর।

READ MORE  সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *