২০২১ সালের সরকারি ছুটি মন্ত্রীসভায় অনুমোদন : তালিকায় যা আছে

দৈনিক বিদ্যালয় ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার, ০২ নভেম্বর মন্ত্রিসভা বৈঠকে ২০২১ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রী সভার এই বৈঠকটি ভার্চুয়ালী অনুষ্ঠিত হয়।

মন্ত্রী সভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, সাধারণ ছুটি ১৪ দিন, এর মধ্যে সাপ্তাহিক ছুটির দিন পড়েছে মোট ছয়দিন। আর নির্বাহী আদেশে সরকারি ছুটি আট দিন, এর মধ্যে এক দিন সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে।

তালিকা অনুযায়ী, শবেবরাত ২৯ মার্চ সোমবার, শবেকদর ১০ মে সোমবার, ঈদুল ফিতর ১৩ মে বৃহস্পতিবার, ঈদুল আজহা ২০ জুলাই মঙ্গলবার, আশুরা ১৯ আগস্ট বৃহস্পতিবার, ঈদে মিলাদুন্নবী (সা.) ১৯ অক্টোবর মঙ্গলবার পড়েছে। তবে চাঁদ দেখা সাপেক্ষে এগুলো এক দিন সামনে-পিছনে হয়ে থাকে, যা ক্যালেন্ডারে উল্লেখ করা থাকে। এছাড়া ধর্মীয় পর্ব উপলক্ষে প্রজাতন্ত্রের কর্মচারীদের তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগের সুযোগ রয়েছে।

একইভাবে পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে কর্মরত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি বা অনুরূপ সামাজিক উৎসব উপলক্ষে দুই দিনের ঐচ্ছিক ছুটির বিধান রয়েছে।

নতুন দায়িত্বে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব

বিভিন্ন জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় ছুটি সাধারণ ছুটির অন্তর্ভুক্ত। এর মধ্যে সাপ্তাহিক ছুটি চার টি শুক্রবার ও দুটি শনিবার অন্তর্ভুক্ত রয়েছে। বাংলা শুভনববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস উপলক্ষে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে আট দিন। নির্বাহী আদেশে ছুটির মধ্যে এক দিন সাপ্তাহিক ছুটি শনিবার রয়েছে শনিবার।

ফেসবুকে অধিদপ্তর থেকে জারি করা চিঠি সম্পর্কে মন্তব্য করায় শিক্ষক বরখাস্ত

উল্লেখ্য, সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি ২২ দিন হলেও সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের কারণে এই ছুটি কার্যত ১৫ দিন।

ডিবি-আর আর।

READ MORE  শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের ইউনিক আইডির কার্যক্রম শুরু

Leave a Comment