জাতীয় শিক্ষা পদক ২০১৯ প্রাপ্ত হলেন যারা (ছবি ও নাম, ঠিকানা সহ)

প্রাথমিক

সমন্বিত নিয়োগ বিধিমালা ২০২০ পদোন্নতি ও জ্যেষ্ঠতা নির্ধারন সংক্রান্ত প্রাসঙ্গিক ভাবনা

দৈনিক বিদ্যালয়ঃ পহেলা নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯’ এর জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ব্যক্তি/প্রতিষ্ঠান নির্বাচন এর নাম ঘোষণা করে এক পরিপত্র জারি করেছে।

জাতীয় শিক্ষা পদক প্রাপ্ত সেসকল ব্যক্তি ও প্রতিষ্ঠান সমুহ হলঃ

#শ্রেষ্ঠ প্রাথমিক প্রধান শিক্ষকঃ মোঃ শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক, স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিয়াকান্দি, রাজবাড়ী।

#শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকাঃ ফাতেমা খাতুন, প্রধান শিক্ষক, কীত্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর, নওগা।

#শ্রেষ্ঠ সহকারী শিক্ষকঃ এস এম শফিকুল আলম, সহকারী। নলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাপাসিয়া, গাজীপুর।

#শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকাঃ খায়রুন নাহার লিপি, সহকারী শিক্ষক, মােহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মােহাম্মদপুর, ঢাকা।

#শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ঃ বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মির্জাপুর, টাঙ্গাইল।

#শ্রেষ্ঠ এসএমসি-স্কুল ম্যানেজিং কমিটি সভাপতিঃ ডা. হবিপদ রায়, দেওয়ান শামসুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, মৌলভীবাজার, শ্রীমঙ্গল।

#শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মীঃ এস এম হুসাইন বিল্লাহ, কয়লাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কয়রা, খুলনা।

#শ্রেষ্ঠ কাব শিক্ষকঃ মােঃ নওশাদ আলী, আরাম বাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঈশ্বরদী, পাবনা।

#শ্রেষ্ঠ কর্মচারীঃ মাে: আবু বক্কর সিদ্দিক, অফিস সহকারী কাম কম্পি. মুদ্রা, উপজেলা শিক্ষা অফিস, কুলাউড়া, মৌলভীবাজার।

#শ্রেষ্ঠ সহকারী ইউআরসি/টিআরসি ইন্সট্রাক্টরঃ মােহাম্মদ আবদুস সাইদ ভুইয়া, সহকারী ইন্সট্রাক্টর, ইউআরসি, ইউ আর সি, মোহনগঞ্জ, নেত্রকোনা।

#শ্রেষ্ঠ ইউআরসি/টিআরসিঃ নুরজাহান বেগম বিউটি, ইন্সট্রাক্টর, ইন্সট্রাক্টর
ইউআরসি, সদর, নেত্রকোনা।

#শ্রেষ্ঠ সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসারঃ মো: আসাদুজ্জামান, সহকারী উপজেলা
শিক্ষা অফিসার, মহেশপুর, ঝিনাইদহ।

#শ্রেষ্ঠ উপজেলা/থানা শিক্ষা অফিসারঃ রমিতা ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার, কালিয়াকৈর, গাজীপুর।

#শ্রেষ্ঠ পিটিআইঃ লালমনিরহাট পিটিআই, লালমনিরহাট জেলা।

#শ্রেষ্ঠ পিটিআই ইন্সট্রাক্টরঃ মােঃ নুরুল আলম, পিটিআই ইন্সট্রাক্টর, কক্সবাজার পিটিআই, কক্সবাজার।

#শ্রেষ্ঠ পিটিআই সুপারঃ মুহাম্মদ রাফিকুল ইসলাম তালুকদার, ময়মনসিংহ পিটিআই, ময়মনসিংহ।

READ MORE  এবছর প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ভর্তির ৭টি নির্দেশনা অধিদপ্তরের

#শ্রেষ্ঠ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারঃ কুমারেশ চন্দ্র গাছি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মাগুরা।

#শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসারঃ ইয়াসমিন নাহার রুমা, উপজেলা নির্বাহী অফিসার, সদর, সুনামগঞ্জ।

#শ্রেষ্ঠ জেলা প্রশাসকঃ মো. শহীদুল ইসলাম, জেলা প্রশাসক, টাঙ্গাইল।

#শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যানঃ মিরাজুল ইসলাম, ভাণ্ডারিয়া উপজেলা, পিরোজপুর।
মহেশপুর, ঝিনাইদহ

উল্লেখ্য, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে যারা বিশেষ অবদান রাখে, তাদেরকে উপজেলা পর্যায় থেকে বাঁছাই ও বাদ পদ্ধতিতে যাচাই-বাছাই করতে করতে জাতীয় পর্যায় থেকে শ্রেষ্ঠ নির্বাচন করা হয়।

ডিবি-আর আর।

বন্ধ থাকা কেজি স্কুলের শিক্ষার্থীদের সরকারি স্কুলে ভর্তির নির্দেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *