প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে অধিদপ্তরের মহাপরিচালকের বক্তব্য

অধিদপ্তর

দৈনিক বিদ্যালয় নিউজ ডেস্ক : ১৭ ই মার্চ তারিখের পর থেকে সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ আছে। সর্বশেষ ১৪ নভেম্বর পর্যন্ত ছুটি বৃদ্ধি করা হয়েছে। ইতিমধ্যে অনেকেই বলছে দীর্ঘ ৮ মাস পরে প্রাথমিক বিদ্যালয় সমুহ খুলতে যাচ্ছে আগামী ১৫ই নভেম্বর থেকে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের নির্বাচনের সর্বশেষ খবর

এমন খবরের সত্যতা উড়িয়ে দিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক (DG) আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, আগামী ১৫ নভেম্বর থেকে বিদ্যালয় খুলবে, এটা ভুল ব্যাখ্যা। তিনি আরো বলেন, বিদ্যালয় খোলার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেই যে, কবে স্কুল খুলবে। বিদ্যালয় খোলার ব্যাপারে দুই মন্ত্রণালয় (প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়) বসে সিদ্ধান্ত নেওয়া হবে। বুধবার, ৪ নভেম্বর গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

মহাপরিচালক বলেন, আগামী ১৪ই নভেম্বর পর্যন্ত স্কুল বন্ধ রয়েছে। আগামী ১৪ই নভেম্বর পর্যন্ত বন্ধ তার মানে ১৫ নভেম্বর থেকে বিদ্যালয় খুলবে এটা ভুল ব্যাখ্যা করা হয়েছে। এটার কোন সত্যতা নেই। তিনি বলেন, আমরা অনেকবারই তো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করেছি। তার অর্থ ছুটির পরের দিন থেকে কি বিদ্যালয় খুলেছি? কোন ধরণের ভুল মেসেজ যেন না যায়।

-ডিবি আর.আর।

আরও পড়ুন : যা পড়লে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে আপনার চাকুরী হতে পারে

১০ দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কর্মসূচি ঘোষণা

পরিপত্র, প্রজ্ঞাপন, গেজেট, অফিস আদেশ, আইন, বিধি, অধ্যাদেশ কী?

READ MORE  শিক্ষকদের অভিন্ন আইডি কার্ড প্রদানের জরুরি নির্দেশনা অধিদপ্তরের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

For any sponsor contact us email: ajkarnews@gmail.com