যুক্তরাষ্ট্রের নির্বাচনের সর্বশেষ খবর

বিশ্ব

দৈনিক বিদ্যালয় ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এখনো পর্যন্ত বুঝা যাচ্ছে না কে জিতবে। অনিশ্চিত ট্রাম্প ও বাইডেনের ভাগ্যফল। মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গভীর রাত পর্যন্ত চলেছে ভোটগণনা। ৫০ রাজ্যের ৫৩৮ টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে প্রাথমিক ফলে ২৩৮ টিতে জয়ী জো বাইডেন এবং ২১৩ টি-তে জয়ী ডোনাল্ড ট্রাম্প।

সবচেয়ে বেশি ৫৫টি ইলেকটোরাল কলেজ ভোটের রাজ্য ক্যালিফোর্নিয়ায় জয়ী ডেমোক্রেট পার্টির প্রার্থী।

এছাড়া ম্যাসাচুসেটস, ডেলাওয়্যার, কানেক্টিকাট, ইলিনয়, নিউইয়র্ক, নিউ মেক্সিকো এবং নিউজার্সিতেও জয় নিশ্চিত করেছেন জো বাইডেন।

এছাড়া টেক্সাস, আইওয়া, ওহাইও, মিসৌরি মিসিসিপি, টেনেসিতে জয় নিশ্চিত করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাস্ট্রের এ ভোটে ভাগ্য নির্ধারণী সুইং স্টেটখ্যাত ফ্লোরিডাতেও জয় পেয়েছেন এ রিপাবলিকান প্রার্থী।

সংখ্যা গরিষ্ঠতা পেতে ২৭০ টি ইলেকটোরাল কলেজ ভোটের প্রয়োজন। এক্ষেত্রে ইলেকটোরাল ভোটে এগিয়ে আছে জো বাইডেন। যার ব্যবধান ২৫ ভোটের।

জো বাইডেন, ডেমোক্রেটিক পার্টির প্রার্থী এ পর্যন্ত ৫০.১% ইলেকটোরাল ভোট পেয়েছে। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছে ৪৮.৩ ভোট।

উল্লেখ্য, মার্কিন নির্বাচনে গড় ভোট সংখ্যা বেশি পেলেও সে নির্বাচিত হয় না। রাজ্য থেকে নির্বাচিত হয় যারা, তাদেরকে প্রেসিডেন্ট নির্বাচনকারী বা ইলেকটোরাল বলে। পরবর্তীতে তাদের দেওয়া ভোটেই প্রেসিডেন্ট নির্বাচিত হয়। গতবারের নির্বাচনে গড়, প্রত্যক্ষ জনগনের ভোট হিলারি ক্লিন্টন বেশি পেলেও প্রেসিডেন্ট হতে পারেনি ইলেক্টোরাল ভোট কম পাওয়ার কারণে।

ডিবি আর আর।

আরও পড়ুনঃ শিক্ষা অধিদপ্তর থেকে জরুরি নির্দেশনা জারি

১৪ নভেম্বরের পরে কী শিক্ষা প্রতিষ্ঠান সমুহ খুলবে

জাতীয় শিক্ষা পদক ২০১৯ প্রাপ্ত হলেন যারা (ছবি ও নাম, ঠিকানা সহ)

READ MORE  ইংল্যান্ডে করোনার মধ্যে স্কুল খোলায় শিক্ষক বিদ্রোহের আশঙ্কা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

For any sponsor contact us email: ajkarnews@gmail.com