Site icon Real Raw News

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পথে এগিয়ে জো বাইডেন

দৈনিক বিদ্যালয় : যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পথে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে তিনি এ পর্যন্ত ২৪৮টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। মোট ২৭০টি ইলেকটোরাল ভোট নিশ্চিত হলেই প্রেসিডেন্ট হন যেকোনো প্রার্থী। 

আর মাত্র ২২টি ইলেকটোরাল ভোট প্রাপ্তি নিশ্চিত হলেই জয় নিশ্চিত হবে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনের। আর রিপাবলিকান প্রার্থী ট্রাম্প পেয়েছেন ২১৪টি ইলেকটোরাল ভোট। খবর সি এন এন। 

এপর্যন্ত বাইডেন পেয়েছেন মোট ৫০.২% ভোট। আর ট্রাম্প পেয়েছেন ৪৮.২ ভোট।

ইতিমধ্যে ট্রাম্প না জিতেই জয়ের ঘোষণা দিয়েছেন ও প্রয়োজনে ভোট কারচুপির অভিযোগে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে বাইডেন তার নেতা-কর্মীদের জয়ের ব্যাপারে আশ্বস্ত করেছেন।

Exit mobile version