টিউশন ফি এর বিষয়ে জরুরী নির্দেশনা

অধিদপ্তর

দৈনিক বিদ্যালয় ডেস্ক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপ-পপরিচালকের কার্যালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, বরিশাল অঞ্চল, বরিশাল থেকে ০৬ নভেম্বর ২০২০ তারিখে ৩৭.০২.১০.১০,১১,৯৯,২০/৬৪৮(২) নং স্মারকে টিউশন ফি গ্রহন না করার বিষয়ে বলা হয়েছে।

উক্ত পরিপত্রে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর নির্দেশনা অনুযায়ী বলা হয়েছে,

আরও পড়ুন : প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে অধিদপ্তরের মহাপরিচালকের বক্তব্য

উপর্যুক্ত বিষয় ও সূত্রের মর্মানুযায়ী জানানাে যাচ্ছে যে, তাঁর আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ্যাসাইনমেন্ট চলাকালীন পরবর্তী নিদের্শনা না আসা পর্যন্ত কোন অর্থ বা ফি শিক্ষার্থীর নিকট থেকে গ্রহণ না করার বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে। বিষয়টি অতীব জরুরী।

উপরোক্ত স্মারকের চিঠিটি মােঃ আনােয়ার হোসেন, উপ-পরিচালক (অতিঃ দায়িত্ব), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, বরিশাল অঞ্চল, বরিশাল কর্তৃক স্বাক্ষরিত।

বিষয়টি সদয় অবগতির জন্য তার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান সমুহের প্রধান সহ সংশ্লিষ্টদের প্রেরণ করা হয়েছে।

ডিবি আর আর।

আরও পড়ুন : বদলী আটকে যাচ্ছে শিক্ষকদের

READ MORE  ১৩ তম গ্রেড প্রদানে পরিপত্র : শিক্ষা অফিস গড়িমসি করলে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

For any sponsor contact us email: ajkarnews@gmail.com