প্রাথমিকের মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের বদলী সংক্রান্ত নতুন আদেশ

অধিদপ্তর

দৈনিক বিদ্যালয় ডেস্ক : প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে মাঠ পর্যায়ের তথা উপজেলা, জেলা ও বিভাগীয় কর্মকর্তারা নিজেদের বদলি হতে তদবির নিয়ে আর অধিদপ্তরে যেতে পারবেন না। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মো. মিজানুর রহমান, পরিচালক (প্রশাসন) কর্তৃক স্বাক্ষরিত এ সংক্রান্ত এক আদেশ ১৬ নভেম্বর সোমবার অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করে।

আইবাস++ এর ফাইলটি ছাড়পত্রের অপেক্ষায় হিসাব মহা নিয়ন্ত্রকের টেবিলে

আদেশেটিতে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তারা প্রায়শই বিনা অনুমতিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে নিজের বদলির তদবির নিয়ে ব্যক্তিগতভাবে দেখা করার জন্য হাজির হচ্ছেন, যা বাংলাদেশ সরকারি বিধি পরিপন্থি এবং বর্তমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধিরও পরিপন্থি।

আদেশটিতে আরো বলা হয়, কারও বদলি সংক্রান্ত আবেদন করতে হলে তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পাঠানো বাঞ্ছনীয়। এ ক্ষেত্রে বদলির জন্য ব্যক্তিগতভাবে উপস্থিতির কোন প্রয়োজন নেই।

-ডিবি আর আর।

আরও পড়ুন: তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে পরীক্ষা নিয়ে প্রমোশন দিতে হবে : প্রতিমন্ত্রী

READ MORE  এবার যখন যেভাবে নতুন বই সংগ্রহ করতে হবে শিক্ষার্থীদের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *