ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ

করোনা ভাইরাসে মাস্ক পরা নিশ্চিত করতে আগামী সপ্তাহ থেকে নামছে ভ্রাম্যমাণ আদালত : প্রধানমন্ত্রীর নির্দেশ।

দৈনিক বিদ্যালয় ডেস্ক :  মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে রাজধানী শহর ঢাকায় মাস্ক ব্যবহার নিশ্চিত করতে আইন প্রয়োগের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমকে আরো জোরদার করতে আহ্বান জানিয়েছে সরকার।

সোমবার ১৬ নভেম্বর মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে শেষে সাংবাদিকদেরকে ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রী পরিষদ সচিব বলেন, রাজধানী শহর ঢাকাতে ভ্রামামাণ আদালত বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে আরেকটু কড়াকড়ি আরোপ করে, সেজন্য নির্দেশ দেয়া হয়েছে। আশা করা যাচ্ছে আগামী দু-তিনদিনের মধ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে দেখা যাবে।

পড়ুন : জানুয়ারির আগে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা নেই

করোনা ভাইরাস সংক্রমণ একটু বেড়েও যাচ্ছে বলে মনে হচ্ছে। সেজন্য আরেকটু বাড়তি সতর্কতা নেয়ার জন্য বলা হয়েছে, একথা বলেন খন্দকার আনোয়ারুল।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন, গণভবন থেকে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সভাপতিত্ব করন।

-ডিবি আর আর।

আরও পড়ুন : ১০ দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কর্মসূচি ঘোষণা

READ MORE  এবার স্কুল শিক্ষার্থীদের ১৫-২০ দিনের মধ্যে টিকা

Leave a Comment