অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশনের সময় বাড়ল

মাধ্যমিক

দৈনিক বিদ্যালয় ডেস্ক : ইতিপূর্বে দুই দফায় সময় বাড়ানো পর আবারও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করার সময় বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। নতুন সময় অনুযায়ী আগামী ২২ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন ফরম পূরণ ও তথ্য সংশোধন করতে পারবেন শিক্ষার্থী সকল।

পড়ুনঃ প্রাথমিকের মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের বদলী সংক্রান্ত নতুন আদেশ

১৬ নভেম্বর সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এসব তথ্য জানিয়ে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়ে, চলতি ২০২০ সনে ৮ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। কিন্তু কিছু শিক্ষার্থী রেজিস্ট্রেশন না করতে পারায় তাদের সুবিধার কথা মাথায় রেখে আগামী ১৮ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত অনলাইনে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও তথ্য সংশোধন করতে পারবে।

আরও পড়ুন: সহকারী শিক্ষক পদে নিয়োগে কোটা বাতিল চেয়ে রিট

এক্ষেত্রে বিলম্ব মাসুল ছাড়া নির্ধারিত খাতে সোনালী সেবার মাধ্যমে শিক্ষার্থীদের টাকা জমা দিতে হবে।

উক্ত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই বর্ধিত সময়ের পর আর কোন বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বা সংশোধন করতে পারবে না। এই সময়ের মধ্যে রেজিস্ট্রেশন বা সংশোধনের কার্যক্রম সম্পন্ন না করলে দায়-দায়িত্ব স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।

-ডিবি-আর আর।

READ MORE  এমপিও ভুক্ত শিক্ষকদের ডিসেম্বর মাসের জিও জারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *