১৬তম শিক্ষক নিবন্ধনের ভাইভা অনুষ্ঠানের তারিখ জানালেন এনটিআরসিএ কর্তৃপক্ষ

মাধ্যমিক

দৈনিক বিদ্যালয় : ২ ডিসেম্বর ২০২০ তারিখ থেকে ১৬তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হবে। নিবন্ধনে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা নির্ধারিত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।

করোনায় আবার যুক্তরাষ্ট্রে বিদ্যালয় বন্ধ ঘোষণা

১৭ই নভেম্বর মঙ্গলবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনিবলেন, ২রা ডিসেম্বর তারিখ থেকে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শুরু হচ্ছে। কোন ধরনের সমস্যা না থাকলে সেদিন থেকেই মৌখিক পরীক্ষা নিতে পারব।

নিয়োগের চার বছর পর ২ শিক্ষিকার নিয়োগ বাতিল

উল্লেখ্য, গত ১১ নভেম্বর ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ হয়। এই লিখিত পরীক্ষায় মোট ১ লাখ ৫৪ হাজার ৬৬৫ জন অংশ নেন। যাতে উত্তীর্ণ হন ২২ হাজার ৩৯৮ জন প্রার্থী।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ভাবছে না সরকার

যারমধ্যে স্কুল-২ পর্যায়ে ১ হাজার ২০৩ জন, স্কুল পর্যায়ে ১৭ হাজার ১৪০ জন এবং কলেজ পর্যায়ে ৪,০৫৫ জন। সর্বমােট ২২ হাজার ৩৯৮ জন উত্তীর্ণ হয়। উক্ত ১৬তম নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণকারীদের পাসের হার ছিল ১৪.৪৮ %।

প্রাথমিকে প্রমোশনে মূল বেতন দুই হাজার দশ টাকা কম

-ডিবি -আর আর।

বিষয় : ১২তম বেসরকারি শিক্ষক নিবন্ধনধারী রিট পিটিশনারদের নিয়োগ দেওয়া

READ MORE  মাধ্যমিক শিক্ষকদের বিএড যোগদান ও পদোন্নতি প্রসঙ্গে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *