মাধ্যমিকে আলাদা বিভাগ নিয়ে সংসদে শিক্ষা মন্ত্রীর বক্তব্য

মাধ্যমিক

দৈনিক বিদ্যালয় ডেস্ক : শিক্ষামন্ত্রী দীপু মনি এমপি বলেছেন, মাধ্যমিকে নতুন যে শিক্ষাক্রমে আসছে তাতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষার মতো আলাদা বিভাগ থাকছে না। সব শিক্ষার্থীকে সব ধরনের শিক্ষা নিয়ে ১০ বছর পড়তে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ভাবছে না সরকার

১৯ নভেম্বর বৃহস্পতিবার সংসদে মাদ্রাসা শিক্ষা বোর্ড বিল পাসের জন্য সংসদে তোলেন শিক্ষামন্ত্রী। সে সময় তিনি শিক্ষাক্রম বিষয়ে এসকল কথা বলেন। শিক্ষা মন্ত্রী বলেন, উক্ত নতুন শিক্ষাক্রম ২০২২ সাল থেকে বাস্তবায়ন শুরু হবে।

১৬তম শিক্ষক নিবন্ধনের ভাইভা অনুষ্ঠানের তারিখ জানালেন এনটিআরসিএ কর্তৃপক্ষ

এরপরে সামরিক শাসনামলে প্রণীত ‘মাদ্রাসা শিক্ষা অধ্যাদেশ’ বাতিল করে নতুন ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বিল ২০২০’ জাতীয় সংসদে পাস হয়। বিলটি বিরোধী দলের সদস্যদের দেওয়া জনমত যাচাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাব গুলোর নিষ্পত্তি শেষে কণ্ঠভোটে পাস হয়।

তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে পরীক্ষা নিয়ে প্রমোশন দিতে হবে : প্রতিমন্ত্রী

উল্লেখ্য, এ যাবত ১৯৭৮ সালের অধ্যাদেশ অনুসারে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড চলছিল। কিন্তু উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে সামরিক শাসনামলে প্রণীত যেসব আইন বা অধ্যাদেশের এখনো প্রয়োজন রয়েছে, সেগুলোকে পরিমার্জন-পরিবর্ধন করে বাংলায় রূপান্তরের বাধ্যবাধকতা রয়েছে। সে কারণেই এ আইন করা হল।

-ডিবি আর আর।

READ MORE  এবছরেই ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণীতে কারিগরি ধারায় শিক্ষার্থী ভর্তি করা হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *