শামছুদ্দিন সাবেরার উপস্থিতিতে সিরাজগঞ্জ জেলা শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

প্রাথমিক

দৈনিক বিদ্যালয় : বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতি (শামছুদ্দিন-সাবেরা, রেজি নং : ১২০৬৮ ) সিরাজগঞ্জ জেলা শাখার আয়ােজনে সিরাজগঞ্জ সহকারি শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

৬ টি শর্ত মেনে প্রাথমিক শিক্ষকদের জ্যেষ্ঠতার তালিকা প্রণয়নের নির্দেশ

২০ নভেম্বর শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় শহীদ এম মুনসুর আলী অডিটোরিয়ামে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতি সিরাজগঞ্জ জেলা সভাপতি আমিনুর ইসলাম উক্ত জেলা সম্মেলনের সভাপতিত্বে করেন।

উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে সিরাজগঞ্জ জেলার ৯ টি উপজেলা থেকে কয়েক হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে সমাবেত হন।

সম্মেলনে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতি (রেজি নং : ১২০৬৮) এর সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি পদে মো. আমিনুর ইসলাম ও সাধারণ সম্পাদক পদে মো. মাসুদ রানা পরবর্তী তিন বছরের জন্য পূণরায় নির্বাচিত হন। সম্মেলন থেকে ১১১ সদস্য বিশিষ্ট নব-নির্বাচিত কমিটির নাম ঘোষণা করা হয়।

প্রাথমিকে প্রমোশনে মূল বেতন দুই হাজার দশ টাকা কম

উক্ত ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত মুন্না এমপি।

অনুষ্ঠানে শামছুদ্দিন মাসুদ, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতি (রেজি নং : ১২০৬৮) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি তার বক্তব্যে বলেন, ডিপিএড করার পরে শিক্ষকদের বেতন আর কমবে না, এটি নিয়ে আমরা কাজ করছি।

জানুয়ারির আগে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা নেই

এছাড়া উক্ত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক সাবেরা বেগম, কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. মতিয়ূর রহমান, সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, শিক্ষক নেতা আব্দুল মোবিন শাহিন, ওমর খৈয়াম বাগদাদী রুমী, ইউনুস বেলাল, মুজিবুর রহমান, সেলিম হোসাইন, কামরুজ্জামান, নজরুল ইসলাম সহ প্রমুখ নেতৃবৃন্দ।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ভাবছে না সরকার

উক্ত সম্মেলন সঞ্চালনার দায়িত্বে ছিলেন সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও সহকারী শিক্ষক মো. মাসুদ রানা।

READ MORE  আজ থেকে আবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

-ডিবি আর আর।

আরও পড়ুনঃ সহকারী শিক্ষকদের ১৩ তম গ্রেডের আইবাস++ এ ফিক্সেশনের অগ্রগতি কতদূর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *