প্রাথমিক শিক্ষকদের অনলাইন বদলি বিষয়ে জানালেন অধিদপ্তরের ডিজি

প্রাথমিক

দৈনিক বিদ্যালয় ডেস্ক : আগামী ২০২১ সাল থেকে অনলাইন ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি কার্যক্রম শুরু করতে চায় প্রাথমিক শিক্ষা অধিদফতর। এ জন্য শিক্ষকদের বদলি কার্যক্রম পরিচালনাকারী সফটওয়্যার নির্মানের কাজ ডিসেম্বরের মাসের মধ্যে শেষ করতে সময় জুড়ে দিয়েছে অধিদপ্তর। আর এই সফটওয়্যার নির্মানের কাজ শেষ হলে জানুয়ারি থেকে অনলাইনে শিক্ষক বদলি কার্যক্রম শুরু করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রাথমিকের শিক্ষকরা কী এগারো ও দশম গ্রেড পাওয়ার যোগ্য নয়!

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরে অনলাইনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির লক্ষ্য নির্মাণকৃত সফটওয়্যারে নতুন বিষয়গুলো ইনপুট দেওয়া নিয়ে বদলি কার্যক্রম বিলম্বিত হয়েছে। এ বিষয়গুলো যখন চূড়ান্ত হচ্ছিল ঠিক সে সময়ই চাকুরী শেষ করেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ ও সাবেক সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন। যার ফলে নভেম্বর থেকে পরীক্ষামূলকভাবে উক্ত সফটওয়্যারের মাধ্যমে কিছু বদলি করার কথা থাকলেও তা পিছিয়ে যায়।

স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে জানালেন জাতীয় পরামর্শক কমিটি

জানা গেছে, বদলি সফটওয়্যার তৈরির কাজের অনেকটা অগ্রগতি হয়েছে। ইতোমধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এটি উপস্থাপন ও করা হয়েছে। এবং এই সফটওয়্যারে কিছু ত্রুটি ধরা পড়লে সেগুলো সংশোধন করতে বলা হয়েছে।

প্রাথমিকে যেভাবে মূল্যায়ন ও প্রমোশন দিতে হবে : জানালেন ডিজি

আশা করা যাচ্ছে, আগামী ডিসেম্বরের মধ্যে সকল কাজ শেষ হলে আগামী বছরের জানুয়ারি মাস থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি কার্যক্রম অনলাইনের আওতায় করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এম মনসুর আলম বলেন, ডিসেম্বর মাসের মধ্যে সফটওয়্যারের কাজ শেষ করতে সময় বেঁধে দেয়া হয়েছে এবং এ সময়ের মধ্যে সকল কাজ শেষ হলে আগামী বছরের শুরু থেকে অনলাইনের মাধ্যমে শিক্ষক বদলি কার্যক্রম শুরু করা হতে পারে।

READ MORE  প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড দাবিতে সংবাদ সম্মেলন

৪০% মহার্ঘভাতা ও দ্রুত পে-স্কেল গঠনের দাবিতে লিখিত আবেদন

উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলী চলে জানুয়ারি থেকে শুরু করে মার্চের শেষ তারিখ পর্যন্ত। কিন্তু এই বদলীতে বাণিজ্য হওয়ার কথা শোনা যায় প্রায়শই। সেই বাণিজ্য ঠেকাতেই অনলাইন ভিত্তিক বদলী শুরু করতে যাচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

ডিবি আর আর

১৫ থেকে ১১ গ্রেড পর্যন্ত বেতন হিসাব ২০১৫ জাতীয় বেতনস্কেল অনুযায়ী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *