রাষ্ট্রপতির আদেশক্রমে মুজিব বর্ষের সময়কাল বর্ধিত করা হয়েছে

দৈনিক বিদ্যালয় ডেস্ক : ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন সফল হোক’ এই স্লোগান সম্বলিত একটি প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশিত হয়েছে। যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগ কর্তৃক প্রকাশিত হয়েছে ১৪ ডিসেম্বর সোমবার ২০২০ তারিখে।

যে প্রজ্ঞাপনটি মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম কর্তৃক রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত।

শিক্ষকদের জিপিএফের টাকার হিসাব বিষয়ে নির্দেশনা

প্রজ্ঞাপনটিতে বলা হয়েছে; স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে সরকার ১৭ই মার্চ ২০২০ থেকে ২৬শে মার্চ
২০২১ সময়কে মুজিববর্ষ হিসেবে ঘােষণা করে। মুজিববর্ষ উদ্যাপনের লক্ষ্যে গৃহীত কর্মসূচিসমূহ
কোভিড-১৯ বৈশ্বিক মহামারির কারণে নির্ধারিত সময়ে যথাযথভাবে সম্পন্ন করা সম্ভব হয়নি। সে কারণে সরকার মুজিববর্ষের সময়কাল ১৭ই মার্চ ২০২০ থেকে ১৬ই ডিসেম্বর ২০২১ পর্যন্ত বর্ধিত ঘােষণা করল।

যোগ্যতাহীন প্রাথমিকের ২৫০০ শিক্ষক চাকুরীচ্যুত হতে পারে

প্রজ্ঞাপনটি মােহাম্মদ ইসমাইল হােসেন, উপপরিচালক (উপসচিব), বাংলাদেশ সরকারী মুদ্রণালয়, তেজগাঁও, ঢাকা কর্তৃক মুদ্রিত এবং মাকসুদা বেগম সিদ্দীকা, উপপরিচালক (উপসচিব), বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিস, তেজগাঁও, ঢাকা কর্তৃক প্রকাশিত। website : www.bgpress.gov.bd.

READ MORE  করোনার দ্বিতীয় তরঙ্গ শুরু হয়েছে বাংলাদেশে

Leave a Comment