কতৃপক্ষের অনুমতি ছাড়া প্রাথমিকের শিক্ষকরা যা করতে পারবেন না

দৈনিক বিদ্যালয় ডেস্ক : যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া প্রাথমিকের উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ, নোটিশ, পরিপত্র, প্রশাসনিক ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণে জারীকৃত পত্র ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের বিষয়ে সতর্ক করল প্রাথমিক শিক্ষার ঢাকা বিভাগীয় উপ পরিচালকের দপ্তর।

২০ ডিসেম্বর রবিবার প্রাথমিক শিক্ষার ঢাকা বিভাগীয় উপ পরিচালক মো. ইফতেখার হোসেন ভুঁইয়া স্বাক্ষরিত এ পত্রটি ঢাকা বিভাগের সকল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও পিটিআই সুপারিনটেনডেন্টদের দেওয়া হয়েছে।

উক্ত জারিকৃত পরিপত্রে বলা হয়েছে এ ধরণের পত্র প্রকাশের ফলে অনেক কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষক হয়রানী এবং হেয় প্রতিপন্ন হচ্ছেন। যাতে প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছে যা দূর্ভাগ্যজনক, অনভিপ্রেত ও শৃঙ্খলা পরিপন্থী।

এছাড়া উক্ত পরিপত্রে ভবিষ্যতে এ ধরণের পত্র ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পূর্বে যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি না নিলে তাঁর বিরূদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে।

dainikbidyaloy.com

READ MORE  ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা : পরিপত্র জারি

Leave a Comment