প্রাথমিক শিক্ষকদের উচ্চতর গ্রেড প্রাপ্তিতে যা যা লাগবে : অধিদপ্তরের সম্মতি

প্রজ্ঞাপন

দৈনিক বিদ্যালয় ডেস্ক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে ২৮ ডিসেম্বর ২০২০ তারিখে এক পরিপত্র জারি করা হয়, যেখানে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে আবেদন করতে বলা হয়েছে।

উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে অসম্পপূর্ণ প্রেরণ করায় পরবর্তী কার্যক্রম গ্রহণ বিঘ্ন হচ্ছে।

শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের ইউনিক আইডির কার্যক্রম শুরু

উপবৃত্তির জন্য নগদ পোর্টাল উন্মুক্ত : শিক্ষকদের জন্য নির্দেশনা

এমতাবস্থায়, উচ্চতর
গ্রেড প্রাপ্তির বিষয়ে নিম্নবর্ণিত তথ্যাদি প্রদাণ আবশ্যক।

যা যা লাগবে উচ্চতর গ্রেড প্রাপ্তিতে :

ক। প্রধান শিক্ষকেরা আবেদনপত্র।

খ। সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের যোগদানপত্র।

গ। সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের নিয়োগপত্র।

ঘ। সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের পদোন্নতি আদেশ।

ঙ। ৩ বছরের এসিআর (বার্ষিক গোপনীয় প্রতিবেদন)।

চ। চাকুরীতে স্থানান্তরণ আদেশ।

ছ। বিভাগীয় মামলা নাই মর্মে প্রত্যয়নপত্র।

জ। শিক্ষকগণ পূর্বে উচ্চতর গ্রেড পেয়েছেন কিনা সংশ্লিষ্ট হিসাবলক্ষণ অফিস কর্তৃক প্রত্যায়ন পত্র।

ঝ। শিক্ষকদের সার্ভিস বইয়ের সত্যায়িত কপি।

শিক্ষকদের এই উচ্চতর গ্রেড প্রদানের বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এর সদয় অনুমোদন থাকার বিষয়টি ও পরিপত্রে উল্লেখ করা হয়েছে। (পরিপত্রটি প্রায় অপরিবর্তিতভাবে তুলে ধরা হয়েছে)।

পরিপত্রটি তাপস কুমার আচার্য্য, সহকারী পরিচালক, (প্রাথমিক শিক্ষা অধিদপ্তর) কর্তৃক স্বাক্ষরিত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও থানা/উপজেলা শিক্ষা অফিসার সকলের জন্য প্রেরিত।

শিক্ষার খবর জানতে dainikbidyaloy.com বা বাংলায় ‘দৈনিক বিদ্যালয়’ লিখে সার্চ দিন। শিক্ষার প্রিয় খবর ‘দৈনিক বিদ্যালয়’ অনলাইন পত্রিকার সাথে থাকুন, শিক্ষার খবরের সাথে থাকুন।

READ MORE  সরকারি কর্মকর্তা বা কর্মচারী সার্বক্ষনিক গাড়ি সুবিধা পায় যারা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *