এমপিও ভুক্ত শিক্ষকদের ডিসেম্বর মাসের জিও জারি

মাধ্যমিক

দৈনিক বিদ্যালয় ডেস্ক : এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক ও কর্মচারীদের ডিসেম্বর ২০২০ সালের বেতনের সরকারি আদেশ (G.O) জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ তথ্যটি নিশ্চিত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

২ জানুয়ারি, শনিবারে এমপিওভুক্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের শিক্ষকদের ২০২০ সনের ডিসেম্বর মাসের বেতনের প্রস্তাব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল এবং সে প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে বলে জানা গেলো একাধিক সূত্র থেকে।

শিক্ষার খবর জানতে dainikbidyaloy.com বা বাংলায় ‘দৈনিক বিদ্যালয়’ লিখে সার্চ দিন। শিক্ষার প্রিয় খবর ‘দৈনিক বিদ্যালয়’ অনলাইন পত্রিকার সাথে থাকুন, শিক্ষার খবরের সাথে থাকুন।



ব্রিটেনে বিদ্যালয় খোলায় শিক্ষকদের ক্ষোভ

ব্রিটেনে বর্তমান পরিস্থিতিতে স্কুল খুলে তাদের এবং শিক্ষার্থীদের ‘জীবন বা মৃত্যুর’ মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষকরা৷

তবে সেদেশের সরকার এখনো পর্যন্ত পর্যায়ক্রমে সকল স্কুল খুলে দেওয়ার পরিকল্পনায় অটল৷ ওই পরিকল্পনা অনুয়ায়ী ইংল্যান্ডে ১লা জুন থেকে কিছু প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়েছে৷ শিক্ষকরা এই মূহুর্তে তাদের স্কুলে কাজের পরিবেশ এবং শিক্ষার্থীদের সুরক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন৷

এ পর্যন্ত যুক্তরাজ্যে করোনা ভাইরাসে প্রায় ৪০ হাজার মানুষের মৃত্যু হয়েছে, যা ইউরোপের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ৷ কিছু স্কুল খুললেও এ অবস্থায় নর্দান আয়ারল্যান্ড ও ওয়েলস নতুন টার্ম শুরু হওয়ার আগ পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে৷ এছাড়া স্কটল্যান্ডও আগামী ১১ অগাস্ট থেকে স্কুল খোলার ঘোষণা দিয়েছে এবং তাদের প্রাইভেট স্কুলগুলোও সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে৷

ইংল্যান্ডে সরকারি প্রাথমিক বিদ্যালয় সমুহ খোলার সিদ্ধান্তের বিরুদ্ধে কয়েক সপ্তাহ ধরে সরকারের সঙ্গে শিক্ষক ও তাদের ইউনিয়নগুলো রীতিমতো যুদ্ধ করেছে৷ শিক্ষকরা যুক্তি দেখিয়েছেন, স্বাস্থ্যবিধি মেনে স্কুলগুলোতে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখার মত পর্যাপ্ত ব্যবস্থা এখনো নেই৷

এ বিষয়ে সেদেশের জাতীয় শিক্ষক ইউনিয়ন বা এনইইউএর পক্ষ থেকে শিক্ষামন্ত্রী গ্যাভিন উইলিয়ামসনের কাছে একটি চিঠিও পাঠানো হয়েছে৷ চিঠিতে এনএএসইউডব্লিউটি-র মহাসচিব প্যাট্রিক রোচ লেখেন, ‘‘যতক্ষণ পর্যন্ত স্কুলের পরিবেশ সুরক্ষিত মনে না  হবে ততক্ষণ শিক্ষক-শিক্ষার্থীদের স্কুলে পাঠানোর আশা করা উচিত হবে না৷ এছাড়া তারা আরো লেখেন, ‘হাতে থাকা তথ্য বলছে, ১ জানুয়ারি স্কুল খোলার উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি৷’

READ MORE  ফরম ফিলাপে অতিরিক্ত ফি নিলে ম্যানেজিং কমিটি বাতিল : টাকা ফেরতের নির্দেশ

আরও পড়ুনঃ ইংল্যান্ডে করোনার মধ্যে স্কুল খোলায় শিক্ষক বিদ্রোহের আশঙ্কা

করোনায় পাঠ বিরতি থাকলেও জেএসসি ও জেডিসিতে বৃত্তি পাবে শিক্ষার্থীরা

১২ দিন ধরে মাধ্যমিক ও প্রাথমিকে যেভাবে বই দেওয়ার নির্দেশনা মন্ত্রণালয়ের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *