৪র্থ ধাপে যে ৫৬ টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ ঘোষণা

বিবিধ

দৈনিক বিদ্যালয় :: বাংলাদেশ নির্বাচন কমিশন এর সচিবালয় থেকে ৩রা জানুয়ারি ২০২১ তারিখে নিম্ন বর্নিত ৫৬টি পৌরসভার মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ইভিএম এবং ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচনের উদ্দেশ্যে সময়সূচি ঘােষণা করেছে। এলক্ষে নির্বাচন কমিশন সচিবালয় একটি প্রজ্ঞাপন ও জারি করেছে। যাতে বলা হয়েছে;

উক্ত ৫৬ টি পৌরসভার মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখঃ ১৭ জানুয়ারি ২০২১, রবিবার।

মনােনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৯ জানুয়ারি ২০২১, রোজ-মঙ্গলবার।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখঃ ২৬ জানুয়ারি ২০২১, মঙ্গলবার।

ভােটগ্রহণের তারিখঃ ১৪ ফেব্রুয়ারী ২০২১, রবিবার।

ভােটগ্রহণের সময়: সকাল ৮.০০ মি. হতে বিকাল ৪.০০ মি. পর্যন্ত।

নিম্নে চতুর্থধাপে আগামী ১৪ ফেব্রুয়ারী ২০২১ তারিখে যে সকল পৌরসভায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে সে সকল পৌরসভার নামের তালিকা তুলে ধরা হলঃ

১. ঠাকুরগাঁও ২. রানীশংকাইল ৩. লালমনিরহাট ৪. পাটগ্রাম ৫. আক্কেলপুর ৬. কালাই ৭. শিবগঞ্জ ৮. নওহাটা ৯. গোদাগাড়ী ১০. তানোর ১১. তাহেরপুর ১২. বড়াইগ্রাম ১৩. নাটোর ১৪. জীবননগর ১৫. আলমডাঙ্গা ১৬. চৌগাছা ১৭. বাঘারপাড়া ১৮. বাগেরহাট ১৯. সাতক্ষীরা ২০. কলাপাড়া ২১. মুলাদী ২২. বানারীপাড়া ২৩. গোপালপুর ২৪. কালিহাতী ২৫. মেলান্দহ ২৬. শেরপুর ২৭. শ্রীবরদী ২৮. ফুলপুর ২৯. নেত্রকোনা ৩০. বাজিতপুর ৩১. হোসেনপুর ৩২. করিমগঞ্জ ৩৩. মিরকাদিম ৩৪. নিরসিংদী ৩৫. মাধবদী ৩৬. গোয়ালন্দ ৩৭. রাজবাড়ী ৩৮. নগরকান্দা ৩৯. কালকিনি ৪০. ডামুড্যা ৪১. কানাইঘাট ৪২. চুনারুঘাট ৪৩. আখাউড়া ৪৪. হোমনা ৪৫. দাউদকান্দি ৪৬. কচুয়া ৪৭. ফরিদগঞ্জ ৪৮. পরশুরাম ৪৯. চাটখিল ৫০. রামগতি ৫১. সাতকানিয়া ৫২. পটিয়া ৫৩. চন্দনাইশ ৫৪. মাটিরাঙ্গা ৫৫. রাঙ্গামাটি ৫৬. বান্দরবান।

আরও পড়ুনঃ প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা কবে, কিভাবে অনুষ্ঠিত হবে

© dainikbidyaloy.com

READ MORE  শিক্ষকদের টাইমস্কেল বাস্তবায়ন ও কমিটি গঠন

Follow Our Twitter: CLICK HARE



Join telegram Channel : CLICK HARE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *