আইবাস++ সফটওয়্যার এর কাজ কী ও ইএফটি সহ এর সুবিধা সমুহ

চাকুরীর বিধান

দৈনিক বিদ্যালয় অনলাইন ডেস্ক :: Ibas++ বা আইবাস++ হল Integrated Budget and Accounting System হচ্ছে বাংলাদেশ সরকারের ‘সমন্বিত বাজেট এবং হিসাব রক্ষণ ব্যবস্থা’।

আইবাস ++ হল একটি ইন্টারনেট ভিত্তিক সফটওয্যার, যেটির মাধ্যমে বাংলাদেশ সরকারের বাজেটপ্রণয়ন, বাজেট বাস্তবায়ন যেমন: বরাদ্দ বিভাজন, অর্থ অবমুক্তি, বাজেট পুনঃ উপযােজন, অনলাইনে বিল দাখিল এবং তার বিপরীতে চেক বা ইএফটির মাধ্যমে অর্থ প্রদান, রাজস্ব জমার হিসাবরক্ষণ, স্বয়ংক্রিয় ব্যাংক হিসাব সমন্বয় ইত্যাদি আর্থিক কর্মকাণ্ড সম্পন্ন করে থাকে।

আইবাস++ সফটওয়্যার এর কাজ কী ও ইএফটি সহ এর সুবিধা সমুহ কী কীঃ

# iBAS++ হল কেন্দ্রীভূত ও ইন্টারনেট ভিত্তিক একটি সফটওয়্যার।

# এছাড়া জেনারেল লেজার ভিত্তিক আর্থিক প্রতিবেদন প্রনয়ন করে থাকে এটি।

# বাজেট ব্যবস্থাপনার প্রতিটি ধাপ যেমনঃ বাজেট প্রণয়ন, বাজেট বরাদ্দ বন্টন ও বাজেট বিভাজন, অর্থ অবমুক্তি, পুনঃ উপযােজনের সুবিধা ও আছে এতে।

# আইবাস++ এর মাধ্যমে সরকারী কর্মকর্তা, কর্মচারী ও পেনশনারদের ডাটাবেজ প্রনয়ন করা হয় এর মাধ্যমে।

# সরকারি মাঠ পর্যায়ের অফিস ও গেজেটেড কর্মকর্তাগন অনলাইনে বেতন ও উৎসব ভাতার বিল সহ সকল প্রকার বিল দাখিল ও বিলের সর্বশেষ অবস্থা জানার সুবিধা আছে এতে।

# কর্মচারীদের বেতন ও উৎসব ভাতার বিল অন লাইনে DDO এর মাধ্যমে দাখিল করা হয় এতে।

# এটি ইএফটি’ র মাধ্যমে বেতন ভাতা ও পেনশন প্রদান করে।

# এই সফটওয়্যার বিল পাশের সময় স্বয়ংক্রীয়ভাবে প্রতিটি অর্থনৈতিক কোডের বরাদ্দ যাচাই ও ব্যয় নিয়ন্ত্রন করে থাকে।

# এই সফটওয়্যার হিসাবরক্ষন অফিস ও DDO এর মধ্যে স্বয়ংক্রীয়ভাবে হিসাবের সঙ্গতিসাধন করে থাকে।

# এই সফটওয়্যার সাধারণ ভবিষ্য তহবিলের অটোমেশন, ঋণ ও অগ্রিমের খতিয়ান প্রণয়ন এবং সাব-লেজার স্বয়ংক্রীয়ভাবে তৈরী করে থাকে।

# উৎসে আয়কর কর্তনের সনদ প্রদান ও জিপিএফ (সাধারণ ভবিষ্যৎ তহবিল) বাৎসরিক হিসাব বিবরনী স্বয়ংক্রীয়ভাবে তৈরী করে থাকে।

# সফটওয়্যারটি স্বয়ংক্রীয়ভাবে আয়-ব্যয়ের হিসাব প্রনয়ন করে থাকে।

READ MORE  ১৩তম গ্রেডে শিক্ষকরা বেতনের বকেয়া পাবেন, বোনাস ও বাড়িভাড়া পাবেন না

# এর মাধ্যমে দৈনিক সারা দেশের আয় ও ব্যয়ের পূর্ণাঙ্গ চিত্র
পাওয়া যায়।

উল্লেখ্য, এই সফটওয়্যারটি ব্যবহারের ফলে কমে গেছে ফ্রাউডুলেশন, কাজে গতি এনেছে এবং অতিদীর্ঘ সময়ের কাজ খুব কম সময়ে করা যায়। এছাড়া এসেছে সরকারি কাজে স্বচ্ছতা এবং কমে গেছে দুর্নীতি। -(ibas.finance.gov.bd) এর তথ্য মতে)

১৬ জানুয়ারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে লিগ্যাল নোটিশ শিক্ষা সচিব সহ সংশ্লিষ্টদের

শিক্ষক, শিক্ষার্থীদের প্রিয় খবর 'দৈনিক বিদ্যালয়' এর সাথে থাকুন। শিক্ষা বিষয়ক সকল খবর পড়ুন এখানেই। দৈনিক বিদ্যালয়ের ফেসবুক পেইজ ' দৈনিক বিদ্যালয় ও প্রাথমিক শিক্ষা বার্তা' য় পেইজ লাইজ বাটনে ক্লিক করে শিক্ষা বিষয়ক পরবর্তী নিউজের সাথে থাকুন।

-ডিবি, আর আর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *