প্রাথমিক শিক্ষক পদে কোন জেলা থেকে কতজন নিয়োগ হবে : এই নিয়োগে সহকারী শিক্ষক পদে শুন্যপদের তালিকা

প্রাথমিক

দৈনিক বিদ্যালয় ডেস্ক :: প্রাথমিক বিদ্যালয়ের এবার বড়-সড় একটা নিয়োগের পরীক্ষা অপেক্ষমান। বিদ্যালয় খুললেই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে এমন কথা জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক, আলমগীর মুহম্মদ মনসুরুল আলম।

এখন চলুন জেনে নেওয়া যাক, কোন জেলা ও উপজেলায় কতটা পদ শুন্য। এই শুন্য পদের বিপরীতে শিক্ষক নিয়োগ হয়ে থাকে।

দেশের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ শুন্যপদঃ

#জেলা_নওগাঁ_মোট শূন্যপদ ৮৩৩।

সদর ৬৪, আত্রাই ৪১, ধামইরহাট ৭৮, নিয়ামতপুর ৯০, পত্নীতলা ৯৭, বদলগাছি ৮৭, মহাদেবপুর ৯১, মান্দায় ৩৯, রানীনগর ৭৬, সাপাহার ৭৩, পোরশা ৯৭জন।

#নাটোর জেলায় মোট শুন্যপদ ৭৭০জন।

গুরুদাসপুর ৯০, নাটোর সদর ১০৫, সিংড়া ২১১, বরাইগ্রাম ৯৬, বাগাতিপাড়া ৫৬, লালপুর ১১৩, নলডাঙ্গা ৯৯ জন।

#গাইবান্ধা জেলায় শুন্যপদ ৭৯০ জন।

সদর ১৬৮, গোবিন্দগঞ্জ ১৫০, পলাশবাড়ি ২০০, ফুলছড়ি ১৫১, সাদুল্যাপুর ১১৫, সাঘাটা ৮৪, সুন্দরগঞ্জ ৭৩ জন।

#ভোলা জেলার মোট শূন্যপদ ১০৩৯ জন।

সদর ১৯৯, বোরহান উদ্দীন ১৫৭, দৌলতখান ১০৬, লালমোহন ২১২, তমুজদ্দীন ১১০, চরফ্যাশন ২১২, মনপুরা ৪৩ জন।

রাজশাহী জেলার শূূন্যপদ ৫৯৩ জন।

পুঠিয়া ৩৯, গোদাগাড়ী ৮৬, চারঘাট ২৯, তানোর ৭৮, দূর্গাপুর ৩৬, পবা ২৫, বাঘমারা ২২১, বাঘা ৩১, বোয়ালিয়া ১৩, মতিহার৩৫ জন।

#পিরোজপুর জেলার শূন্যপদ……জন।

পিরোজপুর সদর ৩৬, কাউখালি ১১, নাজিরপুর ৮১, ভান্ডারিয়া ৬৬, নেছারাবাদ ৪৯, জিয়ানগর ৩০, মঠবাড়ীয়া ৮৯ জন।

#ফরিদপুর জেলার শুন্যপদ…..জন।

সদর ৪১, নগরকান্দা ২৬, বোয়াল মারি ৩২, ভাংগা ৩৬, মধুখালি ৩২, চরভদ্রসন ১৮, আলফাডাঙ্গা ২৯, সদরপুর ৫৫, সালথা ৩০ জন। (এছাড়া সহকারী শিক্ষকের শুন্যপদ সহ মোট শুন্যপদ বাড়বে। সূত্র- জাতীয় তথ্য বাতায়ন ‘নতুন জাতীয়করণকৃত স্কুল অনুযায়ী’)

#চাঁপাইনবাবগঞ্জ জেলার শূন্যপদ ৩২৭ জন।

চাঁপাই সদর ৭৯ ২. শিবগঞ্জ ১১৬. গোমস্তাপুর ৬২. নাচোল ৪৯. ভোলাহাট ২১ জন। এছাড়া সহকারী শিক্ষকের শুন্যপদ সহ মোট শুন্যপদ সংখ্যা বাড়বে। তথ্য সূত্রঃ জাতীয় তথ্য বাতায়ন (নতুন জাতীয়করণকৃত স্কুল অনুযায়ী) প্রাথমিক সহকারী শিক্ষক।

READ MORE  আজ থেকে প্রাথমিক বিদ্যালয়ের অফিস খুলল : নিয়মিত যেতে হবে শিক্ষকদের

#ঝালকাঠি জেলা শূন্যপদ ১৬৫ জন।

সদর ৬১, নলছিটি ৩৬, রাজাপুর ২৫ ও কাঁঠালিয়া ৪৩ জন।

#ময়মনসিংহ জেলার শুন্যপদ।

সদর ৪৪, ফুলবাড়িয়া ৯৩, ত্রিশাল ৫৬, মুক্তাগাছা ৫৮, নান্দাইল ৬১, গফরগাঁও ৭২, গৌরীপুর ৮৪, ঈশ্বরগঞ্জ ৪১, হালুয়াঘাট ৯৪, ফুলপুর ৪৬, ধুবাউড়া ৪৩, ভালুকা ৬৫, তারাকান্দা ৭২, এছাড়া এই উপজেলায় সহকারী শিক্ষকের শুন্যপদ সহ মোট শুন্যপদ বাড়তে পারে।

#যশোর জেলার শূন্যপদ ৬০৫ জন।

সদর ১১০, অভয়নগর ৪৯, কেশবপুর ৮৩, চৌগাছা ৭৪, বাঘারপাড়া ৩৭, ঝিকরগাছা ৫৪, মনিরামপুর ১৪৭, শার্শা ৫১ জন

#কিশোরগঞ্জ জেলার শূন্য পদ ৮৫৭ জন।

সদর ১৮,করিমগঞ্জ ৬, নিকলি ২৪, কুলিয়ারচর ২২, তারাইল ৩০, ভৈরব ২৪, মিঠামইন ৭৬, বাজিতপুর ৬৩, অষ্টগ্রাম ৮২, হোসেনপুর ৫৭, কাটিয়াদি ৪৫, পাকুন্দিয়া১৬৬, ইটনা ৫১ জন। নিউজসু্ত্রঃ কিশোরগঞ্জ জেলা উইকিপিডিয়া।

#কুমিল্লা জেলা শূন্যপদ ১১০৮ জন।

আদর্শ সদর ৬১, ২.লাকসাম ৪৫, দেবিদ্দার ৪০, মুরাদনগর১২৪, দাউদকান্দি ১৪৪, চৌদ্দগ্রাম ১১৪, ব্রাম্মনপাড়া ৫৮, বরুড়া ৭৭,৯.বুড়িচং ১৪, চান্দিনা ৭০, হোমনা ৪২, লাঙ্গলকোট ১৫৭, মেঘনা ২৪, মনোহরগঞ্জ ৯৮, তিতাস ৮৯, সদর দক্ষিণ ১১, লালমাই ৪০ জন। সুত্র সংগ্রহঃ কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

তথ্যসূত্রঃ জাতীয় তথ্য বাতায়ন, উইকিপিডিয়া ও বিভিন্ন জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

শিক্ষক, শিক্ষার্থীদের প্রিয় খবর 'দৈনিক বিদ্যালয়' এর সাথে থাকুন। শিক্ষা বিষয়ক সকল খবর পড়ুন এখানেই। দৈনিক বিদ্যালয়ের ফেসবুক পেইজ 'দৈনিক বিদ্যালয়' ও 'প্রাথমিক শিক্ষা বার্তা' পেইজ সমুহে লাইক বাটনে ক্লিক করে শিক্ষা বিষয়ক পরবর্তী নিউজের সাথে থাকুন।

-ডিবি, আর আর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *