প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের শিক্ষকদের দাবী পূরণের আশ্বাস

বেতন

দৈনিক বিদ্যালয় :: অদ্য ২১ জানুয়ারি, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোঃ বদরুল আলম মুকুল ও মহাসচিব দেলোয়ার হোসেন কুসুম ও আনজারুল ইসলামের নেতৃত্বে ২৫ সদস্যেের এক প্রতিনিধি দলের সাথে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মোঃ হাসিবুল আলম ও অতিরিক্ত সচিব রতন চন্দ্র পন্ডিত, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের টাইমস্কেল ১০ম গ্রেড, বিভাগীয় পদোন্নতিসহ বিভিন্ন বিষয়ে দীর্ঘ তিন ঘন্টা ব্যপী বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনা শেষে প্রাথমিক ও গণশিক্ষা সচিব শিক্ষকদের দাবীগুলো পুরনের আশ্বাস প্রদান করেন।

আলোচনার বিষয় বস্তু ছিল নিম্নরুপ :

# প্রধান শিক্ষকদের ০৯।০৩।১৪ পরবর্তী টাইমস্কেল প্রদান।

# প্রধানমন্ত্রী ঘোষিত ২য় শ্রেণি ও ১০ গ্রেড বাস্তবায় করা।

# উচ্চতর পদে শতভাগ বিভাগীয় পদোন্নতিতে বয়সের বাঁধা ও পরীক্ষা পদ্ধতি না রাখা।

# বিদ্যালয়ের বই পরিবহন, কন্টিজেন্সি সহ সকল প্রকার খরচের বাজেট বৃদ্ধি করণ।

# স্লিপ সহ সরকার কতৃক বরাদ্দকৃত সকল অর্থ প্রধান শিক্ষককের একক একাউন্টে পরিচালনা করা।

# পদোন্নতি প্রাপ্ত প্রধান শিক্ষকদের করেসপন্ডিং স্কেলের জটিলতা নিরসন করা।

# প্রাথমিক শিক্ষা বিষয়ক সকল কমিটিতে প্রধান শিক্ষকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা।

# চলতি দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষকদের পদ স্থায়ীকরন।

# প্রতি তিন বছর অন্তর শ্রান্তি ও বিনোদন ভাতার চিঠি ইসু করা।

# শিক্ষকদের অন লাইন বদলি শুরু হওয়ার পূর্বের জমাকৃত বদলির আবেদন সমুহ দ্রুত নিস্পত্তি করা।

এছাড়াও প্রধান শিক্ষকদের বিভিন্ন সুযোগ সুবিধার বৃদ্ধি করা নিয়ে আলোচনা করা হয়েছে।

-তথ্যসূত্র : মোঃ বদরুল আলম (মুকুল), সভাপতি,
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি।

READ MORE  সকল সরকারি কর্মচারীদের আইবাস++ এ জিপিএফ সম্পর্কিত তথ্য আপলোড করার নির্দেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *