করোনার টিকা নিয়েও করোনায় আক্রান্ত ত্রাণ সচিব

দৈনিক বিদ্যালয় ডেস্ক :: করোনার টিকা নেওয়ার ১২ দিন পর করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. মোহসীন।

জানাগেছে তিনি গত ৭ ফেব্রুয়ারি ২০২১ তারিখে টিকা নিয়েছিলেন, এরপর তিনি গত ১৯ ফেব্রুয়ারি করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন। এই মূহুর্তে তিনি রাজধানীর ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন আছেন।

বিষয় নিশ্চিত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সেলিম হোসেন। জনসংযোগ কর্মকর্তা বলেন, তার করোনার লক্ষণ দেখা দেওয়ায় গত ১৮ ফেব্রুয়ারি সচিব করোনার নমুনা পরীক্ষার জন্য দেন। এরপর ১৯ ফেব্রুয়ারি তার ফলাফল পজিটিভ আসে। পরে শ্বাসকষ্ট ও অক্সিজেন সেচুরেশন কমে যাওয়ায় তাকে ইউনাইটেড হসপিটালে ভর্তি করা হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী তার শ্বাসকষ্ট কমেছে এবং অক্সিজেন সেচুরেশনও ভালো কিন্তু তিনি বেশ কাশিতে ভুগছেন।

দেশে করোনার টিকা নিয়ে পার্শ্বপ্রতিক্রিয়া

উল্লেখ্য, গত ৭ই ফেব্রুয়ারি রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে করোনার টিকা নিয়েছিলেন সচিব মো. মোহসীন।

-ডিবি আর আর।

READ MORE  গত ২৪ ঘন্টার করোনা আপডেট : মৃত্যু ও আক্রান্তের সংখ্যা আশংকাজনক

Leave a Comment