আন্তঃমন্ত্রণালয়ের ৫ টি সিদ্ধান্ত : বিদ্যালয় খোলার নির্দেশ সহ পরিপত্র জারি

শিক্ষা মন্ত্রণালয়

দৈনিক বিদ্যালয় ডেস্ক : : ১৪ মার্চ রবিবার ২০২১ ইংরেজি তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের সমন্বয় শাখা বাংলাদেশ সচিবালয়, ঢাকা থেকে এক পরিপত্রে জানানো হয়েছে যে (যার স্মারক নং: ৫৭,০০,০০০০.০:৪৩, ৯৯.০০১.১৭, ৬৪)।

যে পরিপত্রের বিষয় হল: শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আন্ত:মন্ত্রণালয় সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন সংক্রান্ত।

এবং সূত্র হল : মন্ত্রিপরিষদ বিভাগের স্মারক নং-০৪,০০,০০০০,৫১২,৮২,০৫৮,১৬,১২১, তারিখঃ ০৩ মার্চ, ২০২১ খ্রিঃ।

উক্ত পরিপত্রে বলা হয়, উপযুক্ত বিষয় ও সুত্রের প্রক্ষিতে গত ২৭,০২,২০২১ তারিখে মাননীয় মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়ের সভাপতিত্বে শিক্ষা
প্রতিষ্ঠান খােলার বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় গৃহীত নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরােধ জানানাে হলাে:

সিদ্ধান্ত নং ১ : আগামী ৩০.০৩.২০২১ তারিখ সাধারণ, মাদ্রাসা ও কারিগরি পর্যায়ের সকল সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে খুলে দেওয়া হবে;

সিদ্ধান্ত নং ২ : স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয় সমন্বিতভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ঠ শিক্ষক-কর্মচারীদের টিকা দেওয়ার বিষয়টি আগামী ৩০,০৩.২০২৯ তারিখের পূর্বেই সম্পন্ন করবে;

সিদ্ধান্ত নং ৩ : কোনাে শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কার অথবা মেরামতের প্রয়োজন হলে তা ৩০ মার্চর পূর্বে সম্পন্ন করতে হবে। এ বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, প্রযােজ্য ক্ষেত্রে গণপূর্ত অধিদপ্তর সংশ্লিষ্ট
শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ সংস্কার অথবা মেরামতের ব্যবস্থা গ্রহণ করবে;

সিদ্ধান্ত নং ৪ : মাঠ পর্যায়ে স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা/সহকারীবৃন্দ পর্যায়ক্রমে প্রতিটি
শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন এবং স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার বিষয়টি মনিটরিং করবেন;

সিদ্ধান্ত নং ৫ : এবং শিক্ষাপ্রতিষ্ঠান খােলার পর এসএসসি শিক্ষার্থীদের ৬০ কর্মদিবস এবং এইচএসসি শিক্ষাথীদের ৮০ কর্মদিবস
পাঠদানপূর্বক সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হব।

উক্ত পরিপত্রটি মোহাম্মদ আবদুল আওয়াল
উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) কর্তৃক স্বাক্ষরিত এবং
১) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) , মাদরাসা শিক্ষা অধিদপ্তর, ২) মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর, ৩) চেয়ারম্যান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড ৪) চেয়ারম্যান, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বাের্ড, ও ৫) পরিচালক, জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণাদের জন্য প্রেরিত।

READ MORE  শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ভাবছে না সরকার

(প্রায় অপরিবর্তিতভাবে পরিপত্রটি প্রকাশিত। -ডিবি আর আর।)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *