তিন প্রজন্ম গেল বাঘের পেটে

বিবিধ

দৈনিক বিদ্যালয় :: ভাগ্যাহত এই মানুষটির নাম আবুল কালাম। ডাক নাম কালু। তিন ভাই একসঙ্গে গিয়েছিলেন গোলপাতা কাটতে সুন্দরবনে। ১৬ মার্চ মঙ্গলবার সাতক্ষীরা জেলার শামনগর থানাধীন সুন্দরবনের মধ্যে কাচিকাটার উত্তর খালে জঙ্গলে নেমে গোলপাতা কাটছিলেন বাওয়ালীরা। হঠাৎ বাঘের হানা। কালুকে ধরে নিয়ে যায় সুন্দরবনের বাঘ। দহটনার সময় আনুমানিক দুপুর দুইটা।

এরপর তার সাথে থাকা সঙ্গীরা পিছু নেয়। সেদিনই বিকেলের মধ্যেই বাঘের মুখ থেকে কেড়ে আনে কালুর মরদেহ। অবশেষে গভীর রাতে লাশ নিয়ে লোকালয়ে ফিরে বাওয়ালীরা।

উল্লেখ্য, কালুর বাড়ি সাতক্ষীরার জেলার শ্যামনগর থানাধীন আটুলিয়ায় ইউনিয়নের নওয়াবেঁকি গ্রামে। তার বাবা আতিক গাজীকেও খেয়েছিলো সুন্দরবনের বাঘ। তার দাদাকেও মেরেছে বেঙ্গল টাইগার!

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ নিজ এলাকায়।

ডিবি আর আর।

READ MORE  গণ পরিবহনে ভাড়া কমানোর সিদ্ধান্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *