এবার বাড়িতে বসেই এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ

বিবিধ

দৈনিক বিদ্যালয় ডেস্ক :: যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এবার উদ্যোগ নিচ্ছে শিক্ষার্থীদের বাড়িতে বসেই যাতে পরীক্ষার ফরম পূরণ করতে পারে। এই উদ্যোগ চলতি বছরের এসএসসি পরীক্ষার ফরম পূরণ দিয়ে শুরু হতে পারে।

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র এবিষয়ে বাংলাদেশ সংবাদ সংস্থাকে বলেন, আমরা চেষ্টা করছি শিক্ষার্থীরাই সরাসরি যেন এই ফরম পূরণ করতে পারে। এ জন্য এ-বিষয়ক সফটওয়্যারের ও উন্নয়নের কাজ চলছে। এজন্য একটি সিস্টেমের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান সমুহের আইডি যুক্ত করে দেওয়া হবে।

তিনি বলেন, আমরা আশা করছি, দুই-এক দিনের মধ্যেই কাজটি শেষ হবে এবং এটি হয়ে গেলে শিক্ষার্থীরা নিজেরাই তাদের বাড়িতে বসে নিজেদের পরীক্ষার ফরম ফিলাপ করতে পারবে।

উল্লেখ্য, যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের শিক্ষক ও শিক্ষার্থীরা সকল ধরনের সেবা অনলাইনের মাধ্যমে পেয়ে থাকেন। এ ছাড়া যশোর শিক্ষা বোর্ড শিক্ষার মানোন্নয়নে তারা গড়ে তুলেছে বিশাল এক ‘প্রশ্নব্যাংক’। যা শিক্ষক ও শিক্ষার্থীদের দারুণভাবে সহযোগিতা করছে।

ডিবি আর আর।

READ MORE  সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাসা ভাড়া সংক্রান্ত নির্দেশ প্রধানমন্ত্রীর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *