প্রাথমিক শিক্ষকের মেয়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায়

প্রাথমিক

দৈনিক বিদ্যালয় ডেস্ক :: ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় স্থান পেয়েছে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের মেয়ে। সুযোগ পাওয়া সেই গর্বিত কন্যা ’রুমানা রশিদ ইশিতা’।

ইশিতা ঢাকা মেডিকেল কলেজের অধীনে উদয়ন উচ্চ মাধ্যমি বিদ্যালয় কেন্দ্র থেকে এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

জাতীয় মেধায় ৩০২০ তম ও তার জন্য নির্ধারিত কলেজ পড়েছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, কিশোরগঞ্জ।

সে ভাগলপুর আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ ফাইভ পেয়ে এসএসসি ও নরসিংদী আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ থেকে জিপিএ ফাইভ পেয়ে এইচএসসি পাস করেন।

বিষয়টির সত্যতা জানিয়ে তার বাবা বাংলাদেশের প্রাথমিক শিক্ষকদের কাছে খুব প্রিয় মুখ, অনলাইন ভিত্তিক শিক্ষক গ্রুপ “প্রাথমিক শিক্ষক কন্ঠ’ গ্রুপের চিফ এডমিন” উত্তর আব্দুল্লাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষ হারুন অর রশিদ। তিনি বলেন আমি খুবই গর্ববোধ করছি ও দেশবাসীর নিকট আমার মেয়ের জন্য দোয়া চাইছি।

এই শিক্ষকের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার হাওরের উপজেলা অষ্ট্রগ্রাম এর আব্দুল্লাপুর গ্রামে।

ইশিতার বাবা উত্তর আব্দুল্লাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষ হারুন অর রশিদ জানান, সে ছোট থেকেই মেধাবী। পঞ্চম শ্রেণিতে জিপিএ ফাইভ সহ ট্যানেলপুলে বৃত্তি পায়। এছাড়া অষ্টম শ্রেণিতেও জিপিএ ফাইভ সহ ট্যানেলপুলে বৃত্তি লাভ করে। আমার মেয়ে সবসময় ক্লাসের ফার্স্ট হতো।

শিক্ষা ও সমসাময়িক নিউজ জানতে নিয়মিত ‘দৈনিক বিদ্যালয়’ শিক্ষা ও চাকুরী বিষয়ক অনলাইন পোর্টালে গুগুল থেকে সার্চ দিন।

-ডিবি আর আর।

READ MORE  প্রাথমিকের নতুন নিয়োগ বিধিমালায় চির প্রমোশন বঞ্চিত হবেন শিক্ষকরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *