রমজান মাসে সরকারি অফিসের সময়সুচি

চাকুরীর বিধান

দৈনিক বিদ্যালয় ডেস্ক :: এবারের পবিত্র রমজান মাসে সরকারি সকল প্রতিষ্ঠানে নতুন অফিস সময় নির্ধারণ করা হয়েছে। সরকারি অফিস সমুহ সকাল ৯টা থেকে বিকাল ৩.৩০ টা পর্যন্ত চলবে অফিস।

৫ই এপ্রিল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এক ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে অনুষ্ঠিত হয়।

এতে ‘হিজরি ১৪৪২ তথা এবারের ২০২১ সালের পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করা হয়।

এই বৈঠকে গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত বৈঠকে যোগ দেন। উক্ত বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম পবিত্র রমজান মাসের অফিস চলাকালীন উপরোক্ত এ তথ্য সংবাদ মাধ্যমকে জানিয়ে দেন।

উল্লেখ্য, আগামী ১৪ বা ১৫ এপ্রিল থেকে মুসলমানদের পবিত্র সিয়াম সাধনার মাহিনা রমজানুল মোবারক শুরু হতে যাচ্ছে।

“দৈনিক বিদ্যালয়” শিক্ষা ও চাকুরী বিষয়ক খবর প্রকাশ করে। শিক্ষা ও চাকুরী বিষয়ক লেটেস্ট আপডেট জানতে নিয়মিত সার্চ করুন dainikbidyaloy.com এ।

-ডিবি আর আর।

READ MORE  কর্মচারীদের সরকারীভাবে হাউজ লোন কার্যক্রম শুরু : যারা, যেভাবে পাবেন এই লোন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *