লকডাউনের পরেও বাস বন্ধ থাকবে

বিবিধ

দৈনিক বিদ্যালয় ডেস্ক :: দেশে আগামীকাল ১৪ই এপ্রিল সোমবার থেকে দেশব্যাপী এক সপ্তাহের কঠোর লকডাউন শুরুর আগে আগামীকাল ও পরশু ১২ই এপ্রিল এবং ১৩ই এপ্রিল দেশে প্রথম দফা লকডাউনের ধারাবাহিকভাবে চলবে।

আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোববার এ কথা জানিয়েছেন।

পূর্ব ঘোষিত সরকারের দেয়া প্রথম দফা এক সপ্তাহের লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে আজ।

সারাদেশে প্রথম দফা লকডাউন ঢিলেঢালাভাবে চলায় চালু ছিল গণপরিবহন, দোকানপাট ও শপিংমল, বইমেলা, কলকারখানা এবং গার্মেন্টস কারখানা ইত্যাদি।

এছাড়া বন্ধ ছিল দূরপাল্লার যানবাহন চলাচল ও অভ্যন্তরীণ রুটের সকল বিমান।

পরবর্তী ঘোষণা আসার আগে, আগামী দুইদিন কী তাহলে দূরপাল্লার যানবাহন, লঞ্চ এবং অভ্যন্তরীণ রুটের বিমান চলাচল করবে? এমন প্রশ্নের জাবাবে ওবায়দুল কাদের বলেন, বন্ধ থাকবে দূরপাল্লার যাত্রী পরিবহন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত।

-ডিবি আর আর।

READ MORE  করোনার সংক্রমণের মধ্যেই এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিচ্ছে দেশটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

For any sponsor contact us email: ajkarnews@gmail.com