লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর পরামর্শ

বিবিধ

দৈনিক বিদ্যালয় ডেস্ক :: দেশে গত ১৪ এপ্রিল থেকে কার্যকর লকডাউন চলছে। এর পূর্বে লকডাইন ঘোষণা হলেও ব্যবসায়ীদের দাবির মুখে কিছুটা শিথিল করা হয়। এরপর করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় চলমান ‘সর্বাত্মক লকডাউন’ আরও এক সপ্তাহ বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার।

চলমান লকডাউন পরিস্থিতি পর্যালোচনা করতে এ বিষয়ে আগামী সোমবার সভা ডাকা হয়েছে। সেই সভা থেকে লকডাউনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার।

এবিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে ইঙ্গিত পাওয়া গেছে।তিনি বলেন, করোনার সংক্রমণ এখনো বেশি, সেজিন্য লকডাউন আরও এক সপ্তাহের মত বাড়তে পারে। এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে ১৯ এপ্রিলের সভায়।

জানাগেছে, লকডাউন বিষয়ক সিদ্ধান্তে মন্ত্রিপরিষদ বিভাগের পরিকল্পনা হলো, চলমান লকডাউন আরও সাত দিন বাড়িয়ে এরপর আবার শর্তসাপেক্ষে বিভিন্ন বিধিনিষেধ দেওয়া। বিধিনিষেধ দিয়ে আগামী ঈদুল ফিতর পর্যন্ত চলা।

এরপর পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া। চলতি লকডাউন যদি সাত দিন বাড়ে, সেক্ষেত্রে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত লকডাউন চলবে। ২৮ এপ্রিল বুধবার পরের দিন ২৯ এপ্রিল হল বৃহস্পতিবার। এর পরে ২দিন সাপ্তাহিক ছুটি থাকে। এসকল বিষয় মাথায় রেখেই লকডাউন বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিতে পারে জাতীয় পরামর্শক কমিটির বৈঠক।

এছাড়া জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ (১৭ এপ্রিল) বলেন, লকডাউন বাড়ানোর পরামর্শ আছে তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রী দেবেন। ১৯ এপ্রিল বৈঠকের পর সেই দিন বা ২০ এপ্রিল কী হবে, সে বিষয়ে জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, করোনা নিয়ন্ত্রণে জাতীয় কারিগরি পরামর্শক কমিটিও সিটি করপোরেশন ও পৌরসভা এলাকায় টানা ২ সপ্তাহের জন্য লকডাউন রাখার সুপারিশ করেছে।

-ডিবি আর আর।

READ MORE  করোনার কারণে কোন নির্বাচন পেছাবে না, পৌরসভা নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *