লাখ টাকা বেতনে হাইকমিশনে বাংলাদেশিদের চাকরির সুযোগ

চাকুরী

দৈনিক বিদ্যালয় ডেস্ক :: বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় পাওয়া রোহিঙ্গা নাগরিকদের নিয়ে কাজ করার জন্য লোকবল চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কানাডিয়াম হাইকমিশন বাংলাদেশ। 

লোকবলে পদের নাম ‘রাজনৈতিক উপদেষ্টা-রোহিঙ্গা শরণার্থী সংকট’। এ পদে চাকুরী পেতে যোগ্যতা পূরণ সাপেক্ষে যে কোনো বাংলাদেশি আবেদন করতে পারবেন। 

এই পদে কানাডা দূতাবাসের বৈদেশিক নীতি ও কূটনীতি বিভাগ (এফপিডিএস) এই নিয়োগ দেবে। শুধু মাত্র একটি শূন্যপদের জন্য আবেদন চাওয়া হয়েছে। এই পদে আবেদন করা যাবে আগামী ৭ মে তারিখ পর্যন্ত। চাকুরী পেলে প্রতি সপ্তাহে ৩৭ দশমিক ৫ ঘণ্টা কাজ করতে হবে।

বেতন : চাকুরী প্রাপ্ত হলে তাকে বছরে ১৫ লাখ ১৯ হাজার ৬২৫ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: এই পদে শিক্ষাগিত যোগ্যতা চাওয়া হয়েছে, বাংলাদেশের সরকারি স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি।

ভাষাজ্ঞান: বাংলা ও ইংরেজিতে লেখা ও কথা বলায় পারদর্শী। তবে প্রয়োজনে ইংরেজি জ্ঞানসংক্রান্ত লিখিত পরীক্ষা হতে পারে।

অভিজ্ঞতা: সরকারি সংস্থা, গবেষণা সংস্থা, থিঙ্কট্যাংক, কূটনৈতিক মিশন বা আন্তর্জাতিক সংস্থায় রাজনৈতিক অথবা প্রশাসনিক কর্মকর্তা হিসাবে কাজ করার জন্য কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা। গবেষণা এবং বিশ্লেষণ পরিচালনা, প্রতিবেদন তৈরি এবং পরিচালনার পরামর্শ প্রদানের অভিজ্ঞতা। প্যানেল আলোচনা এবং সম্মেলনে ব্যক্তিগতভাবে এবং কার্যত (অনলাইন) সম্মেলনের মতো ইভেন্টগুলো আয়োজনের অভিজ্ঞতাসম্পন্ন।

ডিবি আর আর।

READ MORE  প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

For any sponsor contact us email: ajkarnews@gmail.com