স্বাস্থ্য সেবকদের আইডি কার্ড লাগবে

চিকিৎসা

দৈনিক বিদ্যালয় ডেস্ক :: দেশে চলমান লকডাউন পরিস্থিতিতে জরুরি স্বাস্থ্য সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের আবশ্যিকভাবে আইডি কার্ড ব্যবহারের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। ১৯ এপ্রিল, সোমবার সকালে এ সম্পর্কিত এক নির্দেশনা দেওয়া হয়েছে।

দেশে গত ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া দেশব্যাপী সর্বাত্মক লকডাউন চলাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা হয়রানির শিকার হচ্ছেন বলে গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ পাওয়া হচ্ছে।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি এক চিকিৎসকের সঙ্গে পুলিশ কর্মকর্তাদের বাগবিতণ্ডার ভিডিও ভাইরাল হয়েছে। যার পরিপ্রেক্ষিতে চিকিৎসক, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের আইডি কার্ড ব্যবহারের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

-ডিবি আর আর।

READ MORE  গত ২৪ ঘন্টার বাংলাদেশের কবােনা ভাইরাস আপডেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *