চলমান লকডাউনের মেয়াদ বাড়ল

দৈনিক বিদ্যালয় ডেস্ক :: দেশে চলমান করোনাভাইরাসের সংক্রমণের দ্বিতীয় ঢেউ রুখতে বিদ্যমান ‘কঠোর লকডাউনের’ মেয়াদ আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে। আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সিদ্ধান্ত এখন চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে এবং প্রধানমন্ত্রী সম্মতি দিলেই এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি হবে।

আজ ১৯ এপ্রিল, সোমবার সকাল ১১টায় মন্ত্রিপরিষদ সচিব, খন্দকার আনোয়ারুল ইসলামের নেতৃত্বে অনলাইনে আন্তঃমন্ত্রণালয় ভিত্তিক এ বৈঠক হয়। উক্ত বৈঠক শেষে সাংবাদিকদের লকডাউন বাড়ানোর বিষয়টি জানানো হয়। 

উল্লেখ্য, এর আগে চলমান কঠোর লকডাউন আরো এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করেছিল দেশের করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। গত রবিবার রাতে কমিটির ৩১তম সভায় লকডাউন বাড়ানোর প্রস্তাব গৃহীত হয়।

ডিবি আর আর।

READ MORE  মহানবী (স) এর ব্যঙ্গচিত্র সমর্থন করায় মুরাদনগর থমথমে

Leave a Comment