করোনা কালীন সময়ে ঋণের কিস্তির টাকা আদায় করায় জরিমানা

দৈনিক বিদ্যালয় ডেস্ক :: কচুয়া প্রতিনিধি : ১৯ এপ্রিল, সোমবার বাগেরহাটের কচুয়ায় করোনাকালে চাপ দিয়ে ঋণ আদায়ের অপরাধে জাগরণী চক্র ফাউন্ডেশনের কচুয়া শাখা থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া এই মহামারি করোনাকালে ঋণ আদায় কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে।

১৯ তারিখ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিৎ দেবনাথের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দণ্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী এক হাজার টাকা জরিমানা করা হয় এই এনজিওকে।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ বলেন, সরকারি নির্দেশ বাস্তবায়নে প্রতিদিন উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে এবং এর সাথেসাথে আমরা সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ ও করছি।

উল্লেখ্য, কচুয়ার জাগরণী চক্র ফাউন্ডেশন সরকারি নির্দেশনার তোয়াক্কা না করে সদস্যদের কাছ থেকে সঞ্চয় ও ঋণ আদায় করে চলেছে। এছাড়া এর বাহিরে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অধিকহারে ঋণের সুদ আদায় ও ঋণ গ্রহিতার চেক আটকিয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগও আছে বলে জানাগেছে।

-ডিবি আর আর।

READ MORE  তিন প্রজন্ম গেল বাঘের পেটে

Leave a Comment