ত্রাণ প্রতিমন্ত্রী বললেন ‘৩৩৩’ এ ফোন দিতে

বিবিধ

দৈনিক বিদ্যালয় ডেস্ক :: ২৫ এপ্রিল, রবিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান জানান করোনা কালীন সময়ে কোনো মধ্যবিত্ত পরিবার যদি খাদ্য সঙ্কটে থাকেন, তবে ‘৩৩৩’ নম্বরে কল দিলে তার বাসায় খাবার পৌঁছে যাবে।

সাংবাদিকদের সাথে কথা বলতে যেয়ে এ সময় তিনি বলেন, দেশে গত বছরের তুলনায় খাদ্য মজুত এবার কম, তারপরও পার্শ্ববর্তী দেশ ভারত থেকে ৫ লাখ মেট্টিক টন চাল আমদানি হয়েছে। এবার বোরো ধান কেনা হলে সরকারের ত্রাণ বিতরণ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না।

এছাড়া ত্রাণ সচিব মো. মোহসীন জানিয়েছেন, বৈশ্বিক মহামারি করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫৭৪ কোটি ৯ লাখ ২৭ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, শিল্প কারখানা খোলা থাকাতে গত বছরের তুলনায় এবছর কম সংখ্যক মানুষ কর্মহীন হয়েছেন।

-ডিবি আর আর।

READ MORE  লকডাউনে অনলাইনে মুভমেন্ট পাস ছাড়া বাহিরে যাওয়া যাবে না : লিংক এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *