প্রধান শিক্ষকদের সুযোগ দিতে যে তথ্য চেয়েছে সরকার

প্রাথমিক

দৈনিক বিদ্যালয় ডেস্ক :: প্রধান শিক্ষকদর জন্য আলাদা কক্ষ প্রদান ও এ-বিষয়ক তথ্য প্রদানের নির্দেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩০০ জন বা তার চেয়ে বেশি যে সকল বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে কিন্তু প্রধান শিক্ষকের আলাদা কক্ষ নেই এমন বিদ্যালয়ের তথ্য চেয়েছে সরকার। আগামী ৩রা মে তারিখের মধ্যে জেলা ও থানা শিক্ষা অফিসারদের কাছ থেকে এ তথ্য চাওয়া হয়েছে। ২৬ এপ্রিল, সোমবার প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

উক্ত আদেশে বলা হয়, বিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে পরিকল্পনা নিতে প্রধান শিক্ষকের আলাদা কক্ষ নেই এমন ৩০০ জন বা তার বেশি শিক্ষার্থীর সংখ্যা বিশিষ্ট বিদ্যালয়ের তথ্য প্রয়োজন। এটি আগামী ৩ মের মধ্যে আবশ্যিকভাবে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মাধ্যমে উপজেলা/থানা শিক্ষা অফিসার তথ্য পাঠাতে অনুরোধ করা হয়েছে।

ডিবি আর আর।

১০ মে এর মধ্যে প্রাথমিক শিক্ষকদের ১৩ তম গ্রেডে বেতন ফিক্সেশনের নির্দেশ

READ MORE  গুগলমিটে শিক্ষকদের অনলাইন ভিত্তিক পাঠদানে নতুন নির্দেশনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *