ডিবি ডেস্ক :: শিক্ষা অফিস সহ বিদ্যালয় পর্যায়ে বিভিন্ন হয়রানির শিকার হন দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। কিছুদিন আগে আইডি কার্ডের প্রয়োজন হলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সাথে বিভিন্ন নেতৃবৃন্দ যোগাযোগ করলে সে সমস্যার সমাধান আসে।
এবার নতুন দাবি উঠেছে প্রাথমিক শিক্ষকদের। তারা বলছে, প্রাথমিক শিক্ষা অফিস ও বিদ্যালয়ের আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের হয়রানি বন্ধ ও সহজে সেবা পেতে প্রাথমিক শিক্ষা অধিদফতরে হটলাইন নম্বর চালু করার দাবি করেছে প্রাথমিক শিক্ষকরা। সম্প্রতি প্রাথমিক শিক্ষকরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ দাবি জানিয়ে চলছেন।
এর আগে সারাদেশের বিভিন্ন উপজেলায় শিক্ষকদের ন্যায্য দাবী পূরণে ঘুষ দাবী করছে মর্মে দৃষ্টি আকর্ষণ করা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, ১ টাকাও কাউকে ঘুষ দিবেন না, যারা ঘুষ চায় তাঁদের বিরুদ্ধে প্রমান সহ ডিজির মেইলে dgprimarybd@gmail.com মেইল করতে বলেন।
বিভিন্ন হিসাব রক্ষণ অফিসের টাকা চাওয়ার বিষয়ে মহা হিসাব নিয়ন্ত্রক (সিজিএ) এর সাথে মিটিং এ আলোচনা করবেন বলে জানান।
এছাড়া ঘুষখোরদের দুদকে ধরিয়ে দিতে বলেছেন, যাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে জানান।
গত ২২ মার্চ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম মাঠ পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের হয়রানির শিকার হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কোনও ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেন। প্রাথমিক শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে বৈঠকের সময় মাঠ পর্যায়ের অফিসগুলো দালালমুক্ত করতে শিক্ষক নেতাদের প্রতি আহ্বান জানান মহাপরিচালক।
হটলাইন চালুর বিষয়ে প্রাথমিক শিক্ষকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ মুখর। এবিষয়টি নিয়ে মুহাম্মদ মাহবুবর রহমান, সহকারী শিক্ষক, ক্ষেতলাল, জয়পুরহাট লেখেন “মাঠ প্রশাসনকে ডিজি অফিসের কঠোর কার্যক্রমের আওতায় নেওয়ার অনুরোধ সারাদেশের শিক্ষকদের”
বর্তমান ডিজি স্যার অত্যন্ত সৎ ও তাৎক্ষণিক সেবাবান্ধব। ডিজি স্যার শিক্ষকের সন্তান বিধায় শিক্ষকদের দুঃখ, মনের আকুতি সহজে বুঝতে পারেন তাই শিক্ষকদের দাবী দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার লক্ষ্যে মাঠ প্রশাসনে দালাল মুক্তকরণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে এবং জনবান্ধব করতে সৎ অফিসার দ্বারা ডিজি অফিসে হটলাইন নাম্বার চালু করার জন্য শিক্ষকদের পক্ষে বিনীত নিবেদন করছি।
আরও পড়ুন : শুরুতেই প্রাথমিক শিক্ষকদের বেতন ২৯ হাজার
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের বিষয়ে লার্নিংলস তথ্য দিল ব্রাক ও পিপিআরসি
ডিবি আর আর।