খোলার সুযোগ থাকছে না দেশের কউমি মাদ্রাসা সমুহ

ডিবি ডেস্ক :: শিক্ষা মন্ত্রনালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে ১৬ মে, রবিবার জানানো হয়েছে, আগামী ২৯ মে পর্যন্ত দেশের সকল কওমি মাদ্রাসা সমুহ ও বন্ধ থাকবে। ১৫ মে শনিবার আরেকটি বিজ্ঞপ্তিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

আজ রবিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে আগামী ২৯ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেওয়া হয় এর পাশাপাশি নির্ধারিত সময় পর্যন্ত কওমি মাদ্রাসা ও বন্ধ ঘোষণা দেওয়া হয়।

আরেকটি বিজ্ঞপ্তিতে এর আগে আজ দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেশের সকল প্রাথমিক বিদ্যালয় সহ কিন্ডারগার্টেন সমুহ আগামী ২৯ মে পর্যন্ত বন্ধ থাকার বিজ্ঞপ্তি জারি করে।

এই শিক্ষাপ্রতিষ্ঠান সমুহ বন্ধের ঘোষণা দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় জানায় অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু রাখতে হবে। এছাড়া এ সময় পর্যন্ত শিক্ষার্থীদের বাসস্থানে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। মাঝখানে কউমি মাদ্রাসা সমুহ খোলা রাখার সিদ্ধান্ত থাকলেও এবার তার ব্যতিক্রম ঘটল।

ডিবি আর আর।

READ MORE  গ্রন্থাগারিক ও সহকারী গ্রন্থাগারিক পদ বনাম জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮

Leave a Comment