উচ্চতর গ্রেড পাচ্ছেন শিক্ষকরা

মাধ্যমিক

ডিবি ডেস্ক :: ১৭ মে, সোমবার শিক্ষা ভবনে অবস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে এমপিও কমিটির সভায় তাদের উচ্চতর গ্রেড দেয়ার সিদ্ধান্ত হয়। যে সভার সভাপতিত্ব করে মাউশি অধিদপ্তরের মহাপরিচালকের সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক, (চলতি দায়িত্ব)।

এই উচ্চতর গ্রেড মাধ্যমিক ও কলেজের মোট ৯৫৪ জন শিক্ষক-কর্মচারী পাচ্ছেন। যার মধ্যে মাধ্যমিকের ৬৭১ জন ও কলেজের মোট ২৮৩ জন।

এর মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ের ৬৭১ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশালের ৪০, চট্টগ্রামের ৪২ জন, কুমিল্লার ২২ জন, ঢাকা অঞ্চলের ১৩৮ জন, খুলনার ৭৪ জন, ময়মনসিংহ অঞ্চলের ৬৫, রাজশাহীর ১০৭ জন, রংপুরের ১৩৭ জন এবং সিলেট অঞ্চলের ৪৬ জন শিক্ষক কর্মচারী অন্তর্ভুক্ত আছেন।

এছাড়া উচ্চতর গ্রেড পাওয়া কলেজ স্তরের ২৮৩ শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ৫২, চট্টগ্রাম অঞ্চলের ২৬ জন, কুমিল্লার ৪৫ জন, ঢাকার ৪৪ জন, খুলনা অঞ্চলের ২৮ জন, ময়মনসিংহ অঞ্চলের ৪৩, রাজশাহীর ৮ জন, রংপুর অঞ্চলের ২৯ জন এবং সিলেটর ৮ জন শিক্ষক ও কর্মচারী অন্তর্ভুক্ত আছেন।

ডিবি আর আর।

READ MORE  ৬০ হাজার ও পৌনে ৪ লাখ ভুয়া শিক্ষক : জাল সনদধারীরা এবার ধরা খাবে যেভাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

For any sponsor contact us email: ajkarnews@gmail.com