শিক্ষকদের ১৩তম গ্রেডে বেতন পেতে ভোগান্তি থেকে বাঁচতে হেল্পলাইন : মোবাইল নাম্বার সহ

ডিবি ডেস্ক :: দেশের প্রাথমিক শিক্ষকদের জন্য গত বছরের ৯ ফেব্রুয়ারিতে ১৩তম গ্রেড প্রদানের নির্দেশ দেওয়া হলেও বিভিন্ন জটিলতায় তা পাওয়া হয়নি শিক্ষকদের। পরবর্তীতে ১০ মে এর মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বিনা ব্যার্থতায় শিক্ষকদের ১৩ গ্রেডের ফিক্সেশন করে অধিদপ্তরকে অভিহিত করতে বলা হলেও কোনকোন স্থানে অনৈতিক অর্থ চাওয়ার কথা উঠে এসেছে পত্র-পত্রিকা মাধ্যমে। এছাড়া আরো কিছু জটিলতা আছে একাউন্স অফিসের বাজেট ঘাটতি সহ নানা কিছু।

আরও পড়ুন : ৩ হাজার প্রাথমিক বিদ্যালয়ে দেওয়া হচ্ছে ৯০ কোটি টাকা

শিক্ষা প্রতিষ্ঠান খোলার আভাস পাওয়া যাচ্ছে মন্ত্রণালয় থেকে, তবে…

স্কুল খোলার পর বড় ধরনের পরিবর্তন আনা হবে শিক্ষা কার্যক্রমে

এসকল জটিলতা নিরসন ১৩ তম গ্রেড পেতে শিক্ষকরা যে কোন ধরনের ভোগান্তিতে পড়লে হেল্পডেস্ক সাপোর্ট টিমের সহযোগিতা নিতে বলা হয়েছে অধিদপ্তর থেকে।

এবিষয়ক গত ১৭ মে তারিখে স্বাক্ষরিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক আদেশে বলা হয়েছেঃ

সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে কর্মরত সহকারী শিক্ষকবৃন্দের ১৩তম গ্রেডে উর্মীত স্কেলে পে ফিক্সেশন এর কার্যক্রম চলমান আছে। এ বিষয়ে ইতােমধ্যেই সূত্রোক্ত ১ নং স্মারকমূলে মাঠ পর্যায়ে সকল বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

বর্ণিত কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে মাঠ পর্যায়ে কিছু জটিলতা, অসংগতি, অভিযোগ ও বাজেট ঘাটতি সংক্রান্ত সমস্যা পাওয়া যাচ্ছে। এ সকল বিষয় সমাধানকল্পে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিরবর্ণিত কর্মকর্তাবৃন্দের সমন্বয়ে গঠিত হেল্প ডেস্ক সাপাের্ট টিম-কে অবহিত করার জন্য অনুরােধ
করা হলোঃ

১. সিলেট অঞ্চলে, নবুওয়াত হোসেন সরকার, উপ-পরিচালক (অর্থ-রাজস্ব) মোবাইল: ০১৫৫৬-৩৩৯৬ ইমেইলঃ [email protected]

২. চট্রগ্রাম অঞ্চলে এইচ এম আবুল বাসার,উপ-পরিচলক (অর্থ-উন্নয়ন) মোবাইল: ০১৭১১-১৫০৩৫১, ইমেইল- hmabas [email protected]

৩. ঢাকা অঞ্চলে মোঃ নূরুল ইসলাম, সহকারী পরিচালক (অর্থ-রাজস্ব) মোবাইল : ১৭৪২.৪৮০২০১ ইমেইল : [email protected]

৪. খুলনা অঞ্চলে তাপস সরকার, শিক্ষা অফিসার (অর্থ), মোবাইল : ০১৭১১৪৬১০৪৯, ইমেইল : [email protected].

READ MORE  সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাসা ভাড়া সংক্রান্ত নির্দেশ প্রধানমন্ত্রীর

৫. ময়মনসিংহ অঞ্চল, শাহানা আহমেদ, গবেষণা কর্মকর্তা (অর্থ-রাজস্ব), মোবাইল : ০১৭১৬-১০৮৫৪৫, ইমেইল : [email protected].

৬. বরিশাল অঞ্চলে আফম জাহিদ ইকবাল, প্রকিউরমেন্ট অফিসার (অর্থ রাজস্ব), মোবাইল : ০১৫৫২-৪৯৯১২৮ eord [email protected].

৭. রংপুর অঞ্চলে মনােহন চন্দ্র সরকার, হিসাবরক্ষপ কর্মকর্তা (অর্থ), মোবাইল : ০১৮১৯-১৪১০১৫ ইমেইল : [email protected].

রাজশাহী অঞ্চলে মুত্যুঞ্জয় সরকার, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা (অর্থ), মোবাইল : ০১৭১২-৭৫৯৬১৫, ইমেইল : [email protected] কে জানাতে বলা হয়েছে।

এছাড়া কায়েস বিন হাবিব, পরামর্শক, আইটি বেইজ ফিন্যান্সিয়াল ম্যানেজম্যান্ট, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (মােবাইল নম্বর: ০১৯১১২১৬২৪৯০,
ইমেইলঃ engr’_quayes (@yahoo.com) উপরে বরিত টিমকে যাবর্ণীয় টেকনিক্যাল সাপাের্ট প্রদান করবেন।

২। এছাড়া আইবাস ++ সফটওয়্যার সংক্রান্ত টেকনিক্যাল সমস্যা সমুহ সমাধানের জন্য আইবাস প্রকল্প দপ্তর হতে জারিকৃত সূত্রোক্ত ২
নং পত্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণের সাথে যোগাযোগের জন্য অনুরােধ করা হলাে।

এছাড়া উপরের ২টি উপায়ে সমস্যার সমাধান না পাওয়া পেলে পরিচালক (অর্থ), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ফোন নম্বরঃ ০২-৫৫০৭৪০৩১,
ইমেইলঃ [email protected]) -কে অবহিত করার জন্য অনুরােধ করা হয়েছে।

উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোন শিক্ষক-শিক্ষিকা ১৩তম গ্রেড পেতে ভোগান্তিতে পড়লে উপরোক্ত কর্মকর্তাদের দেওয়া ফোন নাম্বারে অথবা ইমেইলে জানাতে হবে।

ডিবি আর আর।

Leave a Comment