যে তিন জেলায় লকডাউন আসছে

ডিবি ডেস্ক :: দেশের কিছু স্থানে ঈদ পরবর্তী সংক্রমণ বাড়ার যে শঙ্কা ছিল, সেটি এখন সত্যি হতে চলছে।

সংক্রমণ বৃদ্ধি হচ্ছে দেশের সীমান্তবর্তী এলাকায়। এর কারণ ভারত থেকে আসা বাংলাদেশি যাত্রী। এদের অনেকে করোনা পজিটিভ হয়েছেন, শরীরে ভারতীয় ধরনের করোনার সংক্রমণ পাওয়া গেছে।

২৮ মে, শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র জানায়, সংক্রমণ ঠেকাতে সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে ইতিমধ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে। পরিস্থিতির অবনতি হলে সাতক্ষীরা, রাজশাহী ও খুলনা; উপরোক্ত তিন জেলায় লকডাউন ঘোষণা করা হতে পারে।

এবিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার খুরশীদ আলম বলেন, ইতোমধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলায় লকডাউন ঘোষণা হয়েছে। এর বাহিরে আরও তিন জেলা আমাদের পর্যবেক্ষণে আছে। সংক্রমণ বৃদ্ধি পেলেই সেগুলোতে লকডাউন দেওয়ার পরিকল্পনা আছে আমাদের।

স্বাস্থ্য মহাপরিচালক আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় লকডাউন ঘোষণা করার সময় সেখানে সংক্রমণের হার ছিল ৪০% এর উপরে। এ অবস্থায় অন্য এলাকায় যদি করোনা সংক্রমণের হার বাড়তে থাকে তাহলে এলাকাভিত্তিক লকডাউন ঘোষণা করা হবে।

ডিবি আর আর।

READ MORE  করোনার উর্ধমুখি সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের ১৮ গুরুত্বপূর্ণ নির্দেশনা

Leave a Comment