প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারীদের শুমারির তথ্য পূরণের আদেশ

ডিবি ডেস্ক :: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অধিদপ্তরের আওতাধীন কর্মকর্তা ও কর্মকর্তাদের জন্য নতুন এক নির্দেশনা জারি করেছে অধিদপ্তর।

সেই নির্দেশনায় ‘বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি’ (এপিএসসি) এর ২০২১ সালের তথ্য সংগ্রহ ফরম সরবরাহ, ফরম পূরণ এবং অনলাইনে ডাটা এন্ট্রি ও অনুমোদনের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। উক্ত নির্দেশনায় আগামী ৩০ জুনের মধ্যে মধ্যে এই কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

উক্ত অফিস আদেশে বলা হয়েছে যে, বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি বা এপিএসসি ২০২১ এ তথ্য সংগ্রহ ফরম পূরণে প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে প্রাথমিক বিদ্যালয় ই-ব্যবস্থাপনা শুমারি ছক ডাউনলোড লিংকে আপলোড করা হয়েছে। সেই আপলোডকৃত ফরম ডাউনলোড করে উপজেলা রিসার্চ (সেন্টারের) অফিসার ও থানা রিসার্চ অফিসার সকল ক্যাটাগরির প্রাথমিক বিদ্যালয়ে সরবরাহ নিশ্চিত করবেন।

উপবৃত্তি বাবদ ৩ হাজার ৫০০ কোটি টাকা ছাড় : শিক্ষার্থীরা টাকা পাবে যখন

প্রাথমিক শিক্ষকদের যে তথ্য পূরণ পূর্বক অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে

চাকুরীতে নিয়োগ পরীক্ষা আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে : প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা কবে

এবং সেই তথ্য সংগ্রহ ফরমের হার্ড কপি সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, কর্মচারীরা পূরণ করে ‘প্রাথমিক বিদ্যালয় ই-সিস্টেম লিংকে প্রবেশ করে অনলাইনে এপিএসসি সফটওয়ারে ডাটা এন্ট্রি ও অনুমোদন কার্যক্রম আগামী ৩০ জুনের মধ্যে সম্পন্ন করতে হবে।

৩০ জুন, নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রমটি সম্পন্ন করতে বিভাগভিত্তিক প্রাথমিক শিক্ষা অধিদফতর এর নির্ধারিত কর্মকর্তারা টেকনিক্যাল সহায়তা দেবেন বলে বলা হয়েছে আদেশটিতে।

এছাড়া মাঠ পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, কর্মচারী যারা এপিএসসি ২০২১ তথ্য সংগ্রহ ফরম পূরণ, ডাটা এন্ট্রি ও অনুমোদনের সঙ্গে সম্পৃক্ত থাকবেন তারা বিভাগভিত্তিক তথ্য সংগ্রহ ফরম ও অনলাইন সফটওয়ারের প্রয়োজনীয় টেকনিক্যাল সহায়তা নিতে নির্ধারিত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন।

বিভাগ ভিত্তিক যে সকল নির্ধারিত কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে তাদের নাম, পদবী ও মোবাইল নাম্বার হলঃ

READ MORE  জাতীয়করণকৃত শিক্ষক না পদোন্নতি, না সিলেকশন গ্রেড, না টাইমস্কেল পাবেন : হাবিবুর রহমান

১। মাে. ওসমান গণি, প্রােগ্রামার, সিলেট ০৫৫৯৫৪৪১৯ goni1962@yahoo.com.

২। আমিনুল হক, পরিসংখ্যানবিদ,
০১৭২০-২৮৮৮৪১ aminulhaque740@gmail.com.

৩। লিটন দাস, শিক্ষা অফিসার, মাননসিংহ, ০১৭১১১৯০০ daslitan 2014@gmail.com.

৪। মাে, মুকতার হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা, রাজশাহী, ০১৭২০-২৫, muktardperd gmail.com.

৫। ইয়াসমিন আকতার, পরিসংখ্যান কর্মকর্তা, বরিশাল, ৩১৭-১২০৫, yesminmossarroff@gmail.com.

৬। ইসমাইল হােসেন, পরিসংখ্যান কর্মকর্তা, খুলনা, ০১৭৩১৫৫, ismail dpegovbd@gmail.com.

৭। মাে. মেহেদি হাসান, পরিসংখান কর্মকর্তা, চট্টগ্রাম, ০১৫৫৩-৬৮৫৪৫০, mehdidpe@gmail.com.

৮। মাে. সিদ্দিকুর রহমান, সি, ডাটা এন্ট্রি অপারেটর, ০১৭১৬০৩৫০৮০, siddik2005@gmail.com.

উল্লেখ্য, উক্ত আদেশটি গত ৩১ মে স্বাক্ষরিত হয়ে ২ জুন, বুধবার প্রকাশিত হয়।

ডিবি আর আর।

Leave a Comment